| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনর্থদর্শী
এ বাড়িতে নেই কিছু, থাকার কথাও নয়, সরীসৃপ-খোলস আর সোঁদা মাটির গন্ধ জড়িয়ে পড়ে আছে শুধু অনুভব। নেবে কিছু?

আমার দেহ পরজীবীর বাসা,
কোশে কোশে জন্ম নেয় শব্দ ছত্রাকের মতো,
যন্ত্রনার সাথে সাথে ওরা
বেহিসেবিভাবে বাড়তে থাকে ঘুমহীন রাত্রিগুলোয়।
রূপোলি আলোয় এ শহর যেন কবর খুঁড়ে জেগে ওঠা মহেঞ্জোদারো,
সময়নদীর চোরাস্রোতের ফাঁকে
স্তব্ধ আলো বলে যায় চুপিচুপি,
"ক্ষয় হোক, ক্ষয় হোক, তোমার মানব,
মিলিয়ে যাও আমাদের সাথে,
তবেই মুক্তি, তবেই স্থিতি। ”
অস্থায়ী মুহূর্তরা দিয়ে যায় প্রাপ্তির আশ্বাস..
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:১৩
অনর্থদর্শী বলেছেন: অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৪৭
কবীর বলেছেন: সুন্দর হয়েছে