![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম- জিনিসটা স্বর্গীয় না বেশরীয়তি, সে জিনিস নিয়ে তর্ক ছিল, আছে ও থাকবে। কিন্তু, প্রেমিকের মন তো আর বাধা মানেনা । সে চলে প্রেমসুধা পানে। আজকাল তো ভার্চুয়াল প্রেম অহরহই হচ্ছে, সেই প্রেমের পরিণতিও ভার্চুয়াল। ব্লক দিলেই প্রেম শেষ। কিন্তু, ব্লক আবার অভিমানের যন্ত্রও বটে। অভিমান করলেই ব্লক দিয়ে দেয়া- সে তো আজকাল কমন জিনিস হয়ে দাঁড়িয়েছে। আবার, সম্পর্ক যখন শেষ তখন ও সেই ব্লক। কিন্তু, কথা হচ্ছে, প্রেমিক মনে এই ব্লকের ইফেক্ট কি?
প্রথমত, যদি লুতুপুতু প্রেম না হয়, তাইলে You can't reply to this conversation হচ্ছে বেদনার ক্ষণ।
এই ব্লকের পরেই, বের হয়ে আসে অনেক কবিতা, অনেক হতাশা। যার সাথে ফ্লার্ট করছেন, তার প্রাক্তনকে ব্লক দিতেই বলে দেখুন না! ব্লকের কথা শুনলেই, তার আবেগ বুঝবেন। আর, প্রেমিকমাত্রই বুঝবে, এই ব্লক খাবার পরে, মনের অবস্থা কি হয়।
ব্লকেই না হয় রচিত হোক বেদনাবিধুর কাব্য, আর অভিমানের অশ্রু আসুক কপোলদেশে।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---