![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটি জটিল শব্দ
ঘুরে যাচ্ছে ,
যেন কারো সন্ধানে আছে।
শব্দগুলোর ওপর সজাগ দৃষ্টি রাখছে
কয়েক জোড়া চোখ
চক চক করছে যেন।
আছে সুযোগের অপেক্ষায়
এখনি যেন লুফে নেবে
এক এক করে।
কেওই পরিপূর্ণ নয়।
শব্দাবলী এখনো অপেক্ষায়
এরও প্রয়োজন
পূর্ণতার।
এক এক করে বাক্য হয়ে ওঠার।
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
লাল নীল স্বপ্ন বলেছেন: আপনি তো দুরন্ত পথিক ভয় পেলে কি হয় ?
২| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩
লাল নীল স্বপ্ন বলেছেন: ভাই অনেক ধন্যবাদ.।.।.।.।.।.।
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩
লাল নীল স্বপ্ন বলেছেন: ভাই অনেক ধন্যবাদ
৪| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২০
অলওয়েজ ড্রিম বলেছেন: ভালোইতো। কবিতাটা আরও সুন্দর হওয়ার অপেক্ষায় আছে। এটার পিছনে আরেকটু সময় দিন না। দেখবেন অসাধারণ একটি কবিতা হয়ে যাবে। সত্যি হবে।
২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৩
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ অলওয়েজ ড্রিম ।
চেষ্টা করবো আরও সময় দেয়ার ।হয়তো একদিন বাক্য গূলো কবিতা হোয়ে উঠবে।
৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: লাল নীল স্বপ্ন,
আমি কবি নই , তবুও কবিতা ভালোবাসি । কবিতায় মন্তব্যও করি নিজের মতো করে ।
আপনার কয়েকটি কবিতাই দেখলাম । ভাব আছে অথচ কোথায় যেন চোট খেয়েছে মনে হলো । আপনার কবিতা পূর্ণতার অপেক্ষায় হয়তো , এক এক করে কবিতা হয়ে ওঠার জন্যে ।
লেখার হাত ভালো বলেই মনে হয় আপনার । সহ ব্লগার অলওয়েজ ড্রিম এর সাথে সহমত রেখে বলি - আরো খানিকটা মনযোগী হতে হবে । দেখবেন আপনার কবিতা একদিন সরেস হয়ে উঠছে ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩
লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস। আরও ভাল করার চেষ্টা করবো। আশা করি সময়ের সাথে সাথে ভাবের চোট কাটিয়ে আমার বাক্য গুলোও কবিতা হয়ে উঠবে।
৬| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৪
সায়েদা সোহেলী বলেছেন: বাহ!! শব্দের পুর্নতায় পুর্ন কবিতা !! অপেক্ষা কিছুটা দীর্ঘায়তনের
ভালো লাগলো , অনেক গোছানো লেখা
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২
দুরন্ত-পথিক বলেছেন: ভাই ভয় পাইছি আপনি দেখি কবি!আমি বাচ্চা মানুষ, কবিতা বুঝিনা।