নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

না

লাল নীল স্বপ্ন

মাথায় বোধয় সমস্যা আছে, না হলে......আপাতত এটুকুই..।

লাল নীল স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আমাদের গল্প

২০ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৩৭

অশ্রাব্য গালাগালি জন্মলগ্ন হতেই সঙ্গী।

পাকা হাতে সেলাই করা মুখে বোমা মারতে পারেন,

ঈশ্বরের দিব্বি দিয়ে বলছি ,

টু শব্দ টিও করবো না।

হৃদপিণ্ডের ওপর খোদাই করে লেখা আছে

মধ্যবিত্তের স্বপ্ন থাকতে নেই।

ইংরেজিতে Compromise Compromise

আমি শিখে গেছি।

স্বপ্নের পিছু ছেড়েছি সেই কবে,

জেনে গেছি , দেখে গেছি সবই

বেঁচে থাকার নামে

আরও অনেক বার মরতে হবে।







মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: হৃদপিণ্ডের ওপর খোদাই করে লেখা আছে
মধ্যবিত্তের স্বপ্ন থাকতে নেই।


হতাশা আর বিষাদের কাব্য ।

২| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৭ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৭

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ হানিফ রাশেদীন । ভাল থাকবেন।

৩| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৭ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৮

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব । ভাল থাকবেন।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: হৃদপিণ্ডের ওপর খোদাই করে লেখা আছে
মধ্যবিত্তের স্বপ্ন থাকতে নেই।
ইংরেজিতে Compromise Compromise
আমি শিখে গেছি।
স্বপ্নের পিছু ছেড়েছি সেই কবে,
জেনে গেছি , দেখে গেছি সবই
বেঁচে থাকার নামে
আরও অনেক বার মরতে হবে।
[/si

হুম !! "Compromise " এই শব্দটা কে পৃথিবী থেকে নাই করে দেওয়া যায় না ???!!!

১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৩

লাল নীল স্বপ্ন বলেছেন: না, এই শব্দটাই বোধয় আমাদের সাথে কখনো Compromise করবে না।
ধন্যবাদ । ভাল থাকবেন।

৫| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনার লেখার হাত ভালো। সহজ করে বলা, কিন্তু হার্টে গিয়া বিধলো।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

তুষার আহাসান বলেছেন: "হৃদপিণ্ডের ওপর খোদাই করে লেখা আছে
মধ্যবিত্তের স্বপ্ন থাকতে নেই।"
ভাল লাগল।

৭| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নতুন পোষ্ট দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.