নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না

না

লাল নীল স্বপ্ন

মাথায় বোধয় সমস্যা আছে, না হলে......আপাতত এটুকুই..।

লাল নীল স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আয়োজন

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১

মধ্যরাত

কান পাতলেই আধারের শব্দ

নীরবতার হাঁসি।

চোখ মেললে অন্ধকারের রুপ

স্তব্ধতার উল্লাস।

ল্যাম্পপোস্টের নিয়ন আলোয়

থেমে যায় অনেক অনেক

জীবনের গল্প।

সত্যের শক্তি অন্ধ কারে ঢাকা পরে

হয়ে যায় সকালের

সংবাদ শিরোনাম।

সাদা চামড়ায় জড়ানো কালো মানুষটিও

মেনে নেয় দাসত্ব

তার নিদ্রার বড্ড প্রয়োজন।

তবুও আজব মানুষের দল

ঘুম ভেঙেই করে চলে

সুখের আয়োজন।

মন্তব্য ২১ টি রেটিং +১১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো। +

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর +++


তবুও আজব মানুষের দল
ঘুম ভেঙেই করে চলে
সুখের আয়োজন।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই । ভাল থাকবেন।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ​, সুন্দর​ ||

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪

লাল নীল স্বপ্ন বলেছেন: কি মুন ভাই আপনি নাকি হারিয়ে গেছেন ? ফিরে আসেন তারা তারি। অপেক্ষায় রইলাম।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৫

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর কবিতা।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪

লাল নীল স্বপ্ন বলেছেন: ধন্যবাদ এহসান ভাই ।

৫| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

জাগ্রত সূর্যতরুণ বলেছেন: অল্পের মধ্যে দারুন লিখেছেন ভাই। চালিয়ে যান। একটা ফোকাস পয়েন্ট রেখে গল্পের মত এগিয়ে যান, লেখা আরো ভালো হবে। দোয়া রইল আপনার জন্য।

#জাগ্রত

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

খেলাঘর বলেছেন:

সুন্দর, ভালো।

জীবন চলতে থাকে।

৮| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: এটাই লাল নীল স্বপ্ন , যা নিয়ে মানুষ বাঁচে!

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪৩

কাইকর বলেছেন: সুন্দর কবিতা+

১০| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

১১| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমি আপনার পর পর দুটো কবিতা পড়লাম। আপনার চিন্তা শক্তি প্রশংসার দাবি রাখে। ভীষণ সুন্দর হয়েছে এ কবিতাটিও। কিন্তু মাঝে এতগুলো বছর কেন ব্লগ থেকে দূরে রইলেন?
4 এপ্রিল 2014 পর আজ 10 জুলাই দুই হাজার উনিশ।
এত সুন্দর কবিতা অথচ কয়েকটি টাইপো বড্ড চোখে লাগছে।

১২| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩০

ভাবুকলাল বলেছেন: দারুন প্রকাশ

১৩| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪০

বলেছেন: চমৎকার ভাবনা +++

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

আরোগ্য বলেছেন: ব্লগের দুঃসময়ে আপনাদের অংশগ্রহণ বেশ প্রয়োজন।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৬

নতুন নকিব বলেছেন:



আপনার একাধিক কবিতা পড়েছি। ভালো লাগলো। দেখলাম, আমার ব্লগে ঘুরে এসেছেন। অভিনন্দন। সে কারণেই আপনার এখানে আসতে পারা।

আরও কিছু লিখুন না!

শুভকামনা।

১৬| ১৭ ই মে, ২০২১ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা, পাঠে মুগ্ধ! কবিতার পংক্তিতে পংক্তিতে গভীর ভাবনার প্রকাশ ঘটেছে।

"ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় থেমে যায় অনেক অনেক জীবনের গল্প" - আমাদের বুকের মাঝে কত শত গল্প লুকিয়ে আছে! উপযুক্ত পরিবেশ পেলে তার উদগিরণ হয়।

লক্ষ্য করেছি, আপনি কয়েকবার আমার ব্লগবাড়ী নিঃশব্দে ঘুরে গেছেন। কোন মন্তব্য না করলেও, এই নীরবে ঘুরে যাবার জন্য ধন্যবাদ।

পোস্টে দশম 'ভাল লাগা' + +।

১৭| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৯:৪৭

বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ব্লগার।

এবার নতুন পোস্ট নিয়ে নিয়মিত হন।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.