| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পহেলা বৈশাখ বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। বাঙালি প্রাণের উৎসবে মাতে এই পহেলা বৈশাখে। সব ভেদাভেদ ভুলে সবার মনে বয়ে যায় একই আনন্দ। তাই মাতামাতিটা একটু বেশিই থাকে। পহেলা বৈশাখ মানেই ঘোরাঘুরি, আড্ডা অনুষ্ঠান আর একটু বাড়তি সাজ। দিনভর সুন্দর সাজে নিজেকে পরিপাটিও দেখতে চান সবাই। সেজন্য দরকার আরামদায়ক সুন্দর সাজ।
বৈশাখ মানেই সাদা-লাল, রঙ্গিন শাড়ি আর বাহারি ঢঙের সাজ। বাঙালী নারীদের শাড়িতে বেশি সুন্দর লাগে। তাই এই দিনটিতে অনেকের পছন্দের তারিকায় থাকে শাড়ি। অনেকেই আবার ফতুয়া, কুর্তি বা সিঙ্গেল কামিজ বেছে নিচ্ছেন বৈশাখের পোশাক হিসেবে। আর এই উৎসবে নিজেদেরকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তুলতে ছেলেরাও পিছিয়ে নেই। ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবী।
এই বৈশাখে সবার চাহিদার কথা মাথায় রেখে দেশীয় ফ্যাশন ঘরগুলোও সেই অনুযায়ী পোশাকের পসরা সাজিয়েছে তাদের বিক্রয়কেন্দ্রগুলোতে। থেমে নেই বাংলাদেশের অনলাইন শপ গুলো। প্রিয়শপে এই বৈশাখ উপলক্ষ্যে পাওয়া যাচ্ছে নানা রকম রঙ্গিন শাড়ি, মেয়েদের স্যালোয়ার কামিজ, কুর্তি ইত্যাদি। ছেলেদের জন্য রয়েছে নানা রকম পাঞ্জাবি, পোলো সার্ট, টিশার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। বৈশাখের তীব্র রোদ আর গরমের বিষয়টি মাথায় রেখে পছন্দ করতে পারেন সুতি জামাকাপড়। এতে সারাদিন স্বস্তিতে ঘুরে বেড়াতে পারবেন।
নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে মেকআপ করাটা জরুরী। তবে সেটা হওয়া উচিত হাল্কা বেইজের। কারণ দীর্ঘ সময় গরমে বাইরে থাকতে হয় এই দিনে। প্রধান করণীয়গুলোর মধ্যে হলো পরিচ্ছন্ন থাকা এবং উৎসবের কয়েকদিন আগে থেকে ত্বকের যত্ন নিয়ে রাখা। পরতে পারেন রঙ্গিন চুড়ি। এছাড়া শাড়ির সঙ্গে গয়না না হলে কি চলে? নিজের রুচি মত গয়না পরে নিতে পারেন। নতুন কিছু কিনতে ইচ্ছে করলে অনলাইনেই অর্ডার দিতে পারেন। টিপ, হাতের ব্যাগ, জুতো এসব কিছুই এখন অনলানে পাওয়া যাচ্ছে। অর্ডার দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বাসায় এসে পৌছে যাবে। এ ছাড়া অনলাইনে বিভিন্ন স্টোরে রয়েছে বিভিন্ন ছাড়। যেমন প্রিয়শপে যে কোন প্রোডাক্ট কিনে বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাচ্ছে ২০% ছাড়।
©somewhere in net ltd.