নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা ব্যাথা সারাতে মাথা কেটে ফেলা উচিৎ

পুরানপাপী (শুধু চেহারা বদল)

জীবন সত্যিই পিকুলিয়ার

পুরানপাপী (শুধু চেহারা বদল) › বিস্তারিত পোস্টঃ

নিউজব্লগবিডি গনসংবাদিকতার ব্লগ- ভ্রমনের অনুরোধ রইলো, পারলে আমারে সহযোগীতা করেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

পৃথিবী জুড়ে আজ শ্লোগান উঠেছে “তথ্য জানার অধিকার সবার”। সংবিধানিক ভাবে সবাইকে তথ্য জানার অধিকার দিলে তথ্যের অবাদ প্রবাহ নিশ্চিত হবে এমন নিশ্চয়তা নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হলে সবাইকে তথ্য প্রদানের দায়িত্ব নিতে হবে। অর্থাৎ ‘তথ্য প্রদানের দায়িত্বও সবার”। হয়ত আপনার কাছে এমন তথ্য রয়েছে যা আপনি প্রকাশ না করলে কেউ কোন দিনই জানতে পারবে না। তাই আপনার তথ্য জনস্বার্থে আপনাকেই প্রকাশ করতে হবে। আবার এটাও ঠিক অনেক দূর্বৃত্ত আপনার জানা তথ্যকে পুজি করে সমাজে এবং রাষ্ট্রে ভয়ানক দূর্নীতি করে যাচ্ছে। তাদের দূর্নীতি প্রতিরোধ করতে আপনার কাছে থাকা তথ্য প্রকাশ করা আপনার নৈতিক দায়িত্ব। আপনি সাংবাদিক না হওয়ায় এ তথ্য প্রকাশ করতে আপনাকে দারস্থ হতে হচ্ছে কোন একজন সাংবাদিকের কাছে। সে আপনার তথ্যকে কতটুকু গুরুত্ব দিবে সেটা বলা যাচ্ছেনা। অপর দিকে দৈনিক পত্রিকাগুলো অনেক ক্ষেত্রে ভিন্ন ধারা এবং ভিন্নজনগোষ্ঠির স্বার্থকে প্রাধান্য দিতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে থাকা তথ্য ও ছবি ওই সব দৈনিকগুলোতে ছাপানোর সেরকম নিশ্চয়তা নেই। তাহলে জনস্বার্থে এসব তথ্য প্রকাশের জন্য আপনার নিজের মত একট তথ্য প্রকাশ কেন্দ্র থাকা চাই। অবাধ তথ্য প্রবাহের জন্য এ ধরনে তথ্যকেন্দ্রে প্রয়োজনিয়তা থেকেই নিউজব্লগবিডি’র (http://www.newsblogbd.com) সৃষ্টি। এটি ‘আপনার তথ্য প্রকাশ কেন্দ্র’ যেখানে আপনার তথ্য প্রকাশের নিশ্চয়তা একশত ভাগ। এখানে তথ্য প্রকাশে আপনার হাত পা বাঁদা নেই। এই নিউজব্লগেই বিপুল জনগোষ্ঠী সাংবাদিকতায় অংশ নিতে পারবে। আর নিউজব্লগবিডি হতে পারে ‘জনগনের সাংবাদিকতা’র স্বর্গরাজ্য। এটাই গণসাংবাদিকতা



দেশের চলমানব্লগগুলোতে কতটুকু সিটিজেন জার্নালিজম হচ্ছে?



“ব্লগিং” কিংবা নিজের অন্তর্জালিক দিনপঞ্জি লিখে রাখা এবং “নাগরিক সাংবাদিকতা”র মধ্যে অনেক তফাত রয়েছে। দুটোর উপস্থাপনের ভঙ্গি এবং প্রকাশের মেজাজ সম্পূর্ণ আলাদা। অনেকে সোসাল নেটওয়ার্কিংকে সিটিজেন জার্নালিজমের আওতা ফেলছেন। যার ফলে দেশে নির্দিষ্ট কোন নিউজ ব্লগ তৈরী হচ্ছেনা। অপর দিকে দেশের প্রথম শ্রেণীর দৈনিক ও বার্তা সংস্থাগুলোর ব্লগগুলোও শুরুতেই সিটিজেন জার্নালিজম থেকে সরে দাড়াচ্ছে। যেমন একটি জাতীয় দৈনিকের ব্লগ সিটিজেন জার্নালিজম প্রোমোট না করে হয়ে উঠেছে পাঠক ফোরামের অন্তর্জালিক ভার্স। নিউজ এজেন্সিগুলোর ব্লগ সংবাদের মন্তব্য চাওয়াতে ব্যস্ত করছে নিজেদেরকে, আবার বেশ কয়েকটি ব্লগ হয়ে উঠেছে সাহিত্য পত্রিকা অথবা টেকনোলজির খেরোখাতা।



বর্তমান মিডিয়া



এমন অনেক অনেক অনেক মিডিয়া দরকার, যে মিডিয়া যাবতীয় রকমের ক্ষমতাবৃত্তের বাইরে অবস্থান করবে। এসব মিডিয়ার সাথে সরকারের, কিংবা ব্যবসায়ী কিংবা আমলাতন্ত্রের কিংবা সেনাবাহিনীর কিংবা ধর্মীয় অন্ধত্ববাদীদের কিংবা গোয়েন্দা সংস্থার কিংবা বৈশ্বিক ক্ষমতাশক্তির তথা আন্তর্জাতিক সম্পদয়ের তথা সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার কোনো স্বার্থের বন্ধন থাকবে না। অথচ এমন কোনো জাতীয় বা স্থানীয় দৈনিক নেই, এমন কোনো টিভি চ্যানেলও নেই। থাকবার কথাও না। কেননা, টিভি চ্যানেলগুলো অথবা পত্রিকাগুলো ব্যবসায়ীদের নয়তো সরকারের তোষামদ কারীদের। স্থানীয় পত্রিকাগুলো বাদ দিলে জাতীয় দৈনিক এবং টিভি চ্যানেলগুলো বড় বড় সব কর্পোরেশনের। পত্রিকার কাজ তাই হয় ক্ষমতায় থাকা সরকারের কিংবা ক্ষমতার বাইরে থাকা বিরোধীদের কিংবা বড় বড় সব ব্যবসায়ীদের পক্ষে কাজ করে যাওয়া। কোন কোম্পানির বিজ্ঞাপন যে পত্রিকার ২ পাতা জুড়ে থাকে, সেই পত্রিকার পক্ষে কোনোভাবেই ঐ কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট করা সম্ভব হয় না। আমরা এমন একটি মিডিয়া চাই, যারা এসব কিছু তোয়াক্কা করে না। বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দিক না দিক, তাতে যেহেতু মিডিয়া বন্ধ হয়ে যাবার সম্ভাবনা নেই তাই বিজ্ঞাপনদাতার স্বার্থের উপর আমরা নির্ভর করে থাকবো না।



পত্রিকাগুলোতে সাংবাদিকরা কতটুকু স্বাধীন



আমাদের দেশের প্রায় সব মিডিয়া চলে অগণতান্ত্রিকভাবে। সম্পাদক থেকে শুরু করে ক্রমে ক্রমে স্তরে স্তরে আছে কর্তৃত্বের চাবি। এখানে একজন সংবাদকর্মী স্বাধীনভাবে চিন্তা করবার সুযোগ পায় অতীব সামান্য। উপরের লোকজনেরা তাদের বিকাশ রুদ্ধ করতে চায়, চায় যেন তার থেকে বড় হয়ে উঠতে না পারে। এজন্যই পত্রিকায় অগণিত সংবাদকর্মী কাজ করলেও মুষ্টিমেয় কিছু মানুষের মতামতই সেখানে প্রাধান্য পায়। তাই কোনোভাবেই সেই মিডিয়াটি পারে না অনেক অনেক সংবাদকর্মীর মিলিত চিন্তায় , মিলিত ভাবনায় , মিলিত শ্রমে ঋদ্ধ হতে। আমরা এমন অনেক মিডিয়া চাই যেখানে সমস্ত সংবাদকর্মীর মতামতের সমান গুরুত্ব থাকবে এবং সব সংবাদকর্মীর মিলিত চিন্তায় একটি চমৎকার মিডিয়া হয়ে উঠবে।



মিডিয়াগুলোতে পাঠকের অবস্থান কোথায়



আমাদের দেশের কোনো মিডিয়াতেই পাঠক গুরুত্ব পায় না। পাঠক মতামত, নাগরিক মন্তব্য, চিঠি নামে কিছু জিনিস ছাপলেও মানুষের কথা উঠে আসে না। পাঠকের মতামত যথাযথ গুরুত্ব পায় না। আমরা এমন মিডিয়া চাই যেখানে পাঠক লেখক আলাদা সত্তা না। লেখক যতোটুকু বলতে পারবে চাইলে পাঠকও ততোটুকু বা তার চেয়ে বেশি বলতে পারবে। আমরা এমন একটা মিডিয়া বানাতে চাই যেখানে পাঠক আর লেখকের আলাদা কোনো সত্তা থাকবে না। পাঠকও হবে একজন সক্রিয় লেখক।



নিউজব্লগবিডিই হতে পারে একমাত্র মিডিয়া



নিউজব্লগবিডি গনসংবাদিকতার ব্লগ। এই সাংবাদিকতার মূল শক্তিই হলো সাধারণ মানুষ- যাদের হাতে রয়েছে আধুনিক প্রযুক্তি। ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট। আপনি একজন পেশাদার না হয়েও সাংবাদিকের মতো কাজ করতে পারবেন। অর্থাৎ যারা নিউজব্লগবিডি ব্যবহার করবে তারা সবাই সাংবাদিক। এই গণসাংবাদিকতার মাধ্যমে তারা জনগণের সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। প্রত্যেক নাগরিকের তার সমস্যার কথা তুলে ধরবার জন্য নিউজব্লগবিডি একটি স্থায়ী প্লাটফর্ম। এমনকি নিউজব্লগবিডি সাধারণ মানুষ তার সমস্যার কথা জানাতে পারবে। তাছাড়া চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা দ্রুত সবার কাছে তুলে ধরতে পারবে।এইখানে ক্লিক করুন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

mrikadey বলেছেন: apnar nam--poran papi(sodho chehara bodol) ai-tai apnar birodhe prosno jagay? Kiser name ki sapan ke jane?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: উস্তাদ আমার নাম ফেরেস্তা হলে কি আপনি খুশি হতেন?
নামে কি আসে যায়?
ব্লগ সম্পর্কে মতামত দিন, সদস্য হোন । আমার অনুরোধ রইলো.

২| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭

আশিক মাসুম বলেছেন: হুম হইলাম সদস্য :)

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:১০

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.