নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসময়ে অপেক্ষা

এই বেশ ভালো আছি

অনুপম জীবন

এই বেশ ভালো আছি

অনুপম জীবন › বিস্তারিত পোস্টঃ

জামাত-শিবিরের জঘণ্য মিথ্যাচারের কিছু নমুনা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

বাংলাদেশ জামাতে ইসলাম (মেড ইন পাকিস্তান)-এর দাবী তারা আল্লাহর আইন আর ইসলাম বুকে ধারণ করে রাজনীতি করে । আল্লাহ, রসুল, কোরআন শরীফ, ঈমানের পথ-ই নাকি জামাতের রাজনীতির দর্শন। এই অপশক্তি শাহবাগের গণজাগরণ আর প্রজন্ম চত্বর নিয়ে ফেসবুকে নেমেছে অশ্লীল মিথ্যাচারে। এদের অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছে না কোনো সচেতন মানুষ, বরং তাদের বিরুদ্ধে বাড়ছে সবার ঘৃণার বাষ্প।



কী ধরনের নোংরা আর জঘন্য মিথ্যাচারের খেলায় নেমেছে জামাত, তার কিছু নমুনা --





Yasin Arafath নামের এক ফেক আইডি থেকে এ ছবি(খবর) শেয়ার দেওয়া হয়েছে। খবরের সূত্র কলকাতার আনন্দবাজার পত্রিকা। দেশের এতো পত্রিকা থাকতে নিউজ হয়েছে নাকি আনন্দ বাজারে। শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে থাকা পত্রিকা দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ -এ সংবাদ প্রকাশ না হয়ে আনন্দবাজার পত্রিকায় কী করে প্রকাশিত হয় ? ক্লিক করলাম ভদ্রলোকের দেয়া লিঙ্কে - Click This Link





ভেসে উঠে এই চিত্র -





জঘন্য কিছু মিথ্যা কথাকে টাইপ করে ইমেজ বানিয়ে আনন্দবাজার পত্রিকার নামে ছেড়ে দেয়া হয়েছে, শাহবাগের আন্দোলনকারীদের সাজানো হয়েছে ধর্ষক হিসেবে! জামতে ইসলামীর 'পবিত্র' রাজনীতি বলে কথা!



একই প্রথম আলোর লগো বসিয়ে ইমেজ বানিয়ে মিথ্যা নিউজের ট্যাগ দেওয়া হয়েছে ফেসবুকে। হায়রে ছাগু জামাতিরা, মানুষ কী এতোই বোকা যে, বহুল প্রচারিত পত্রিকার পাতা না খুলে বানোয়াট মিথ্যা ইমেজ নিউজে বিশ্বাস করবে।





জনগণ ও প্রবাসীদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ব্লগকে নিউজ পোর্টাল বানিয়ে জামাত-শিবির অনলাইনে ছড়াচ্ছে মিথ্যা সংবাদ। এরকমই একটি সংবাদের নমুনা--







উপরের ছবিটি নেওয়া হয়েছে নিচের ছবি থেকে







শাহবাগ আন্দোলনের অন্যতম নেতা ব্লগার ইমরান এইচ সরকারের ছবির পাশে বসিয়ে পোস্ট করা হয়েছে এ ছবিটি--





অথচ এটা একটি আপত্তিকর ভারতীয় সাইটে DR. SHEETAL AND ANAND SEX AT MUMBAI MEDICAL COLLEGE শিরোনামে ২০০৯ সালের সেপ্টেম্বরে পোস্ট হয়েছে, জামাত-শিবির এসব পর্ন সাইটে ভালোই নজর রাখে দেখা যায়, কাছাকাছি চেহারা মিলানোর জন্যে এসমস্ত ছবি বাছাই করতে প্রয়োজনীয় দীর্ঘ অভিজ্ঞতা তাদের রয়েছে। ছবি দেখুন - - -



জামাত-শিবিরের ছাগুরা ফেসবুক সহ বিভিন্ন ব্লগে শাহবাগের প্রজন্ম চত্বরের ছবির সাথে এডিট করে পোস্ট দিচ্ছে অশ্লীল ছবি। -





উপরের দুটো ছবি মিলিয়ে প্রচার করছে ছাগুরা রুচিহীন নোংরা বক্তব্য ---





শাহবাগ প্রজন্ম চত্বর নাকি নেশাখোরদের আখড়া। সেখানে নাকি তরুণ প্রজন্ম নাকি রাতভর গাঁজা সেবন করে সময় পাড় করছে --









ইসলামের মিথ্যার বেসাতি করা জামাতের পত্রিকা দৈনিক সংগ্রামও পিছিয়ে নেই মিথ্যাচার থেকে । তাদের নোংরামীর সহচর হয়েছে আমার দেশ। সংগ্রাম ও আমার দেশের দুটি নিউজে কীভাবে মিথ্যাচার করা হয়েছে তার প্রমাণ--

দৈনিক সংগ্রাম -

দৈনিক আমার দেশ-

এবার এই ছবির উৎস দেখুন, ১৮ অক্টোবর ২০১২ তে প্রকাশিত কাবার গিলাফ পরানোর সময় তোলা ছবিটিকে একটি আরবি সাইট থেকে নিয়ে বাংলাদেশের রাজাকারদের বাঁচাতে মানববন্ধন নাম দেয়া হয়েছে দেশের দুইটা জাতীয় দৈনিকে--





বহুদিনের পুরোনো একটি ফানি ছবিকে জামাত-শিবিরের ছাগুরা ব্যবহার করছে অপপ্রচারের কাজে --





শাহবাগের প্রজন্ম চত্বরে যোগ দেওয়া সবাইকে জামাত-শিবির ইসলাম বিদ্বেষী আর নাস্তিক খেতাব দিয়েছে। যদি তাই হয় তাহলে এইসব ধার্মিক লোকদের তো শাহবাগ আসার কথা না।





অনলাইন সহ সারাদেশ জুড়ে জামাত-শিবিরের অবিরাম মিথ্যাচার আর নোংরামীতে গণমানুষের ক্ষোভ আরো বাড়ছে। জামাত-শিবিরের বিরুদ্ধে বাড়ছে ঘৃণা, বাড়ছে ধিক্কার। ক্ষুব্ধ নতুন প্রজন্ম, বিক্ষুব্ধ দেশের মানুষ। দেশবাসী এখন যুদ্ধাপরাধীদের ফাঁসি-ই শুধু নয়, চায় জামাত-শিবিরের নোংরা রাজনীতি নিষিদ্ধ করা হোক--





মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

ক্ষয়রোগ বলেছেন: hate jamat hate shibir hate rajakar hate chagu

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

অচীনপুরের চেনা মুখ বলেছেন: জামাত-শিবিরের বিরুদ্ধে বাড়ছে ঘৃণা, বাড়ছে ধিক্কার। ক্ষুব্ধ নতুন প্রজন্ম, বিক্ষুব্ধ দেশের মানুষ। দেশবাসী এখন যুদ্ধাপরাধীদের ফাঁসি-ই শুধু নয়, চায় জামাত-শিবিরের নোংরা রাজনীতি নিষিদ্ধ করা হোক--

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.