নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

আবোল-তাবোল

০৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

জোকস-১
মা ছেলেকে দুধ খেতে বলছে কিন্তু ছেলে দুধ খাচ্ছে না-
মা: বাবা, দুধটা খেয়ে নে। তোর অনেক বুদ্ধি হবে। তুই আইনস্টাইন হতে পারবি।
ছেলে: মা মা, সত্যি কি দুধ খেলে আইনস্টাইন হওয়া যায়?
মা: হ্যাঁ রে বাবা, দুধ খেলে আইনস্টাইন হওয়া যায়।
ছেলে: তাহলে গরুর বাচ্চাগুলো মানে আইনস্টাইন না হয়ে বড় হয়ে গরু হয় কেন?


জোকস-২
ছেলেদের বৈশিষ্ঠ্যঃ
ছেলে সেই জন, যে নরকে গেলেও বলবেঃ "দোস্ত, যমরাজ এর মাইয়া দেখছস! জব্বর একখান মাল! পুরাই ..."
আর মেয়ে?
যে স্বর্গে গেলেও এক জন আরেক জনকে বলবেঃ "ওই অপ্সরীকে দেখছিস? কি সস্তা নেইল পালিশ লাগাইছে! ম্যাচও করে নাই। ছিঃ!! রুচি নাই একদমই"

একটি ছড়া:
এক টানেতে যেমন তেমন
দুই টানেতে মজা,
তিন টানেতে উজির নাজির
চার টানেতে রাজা।
(ইহার নাম গাঁজা)


A. saha(f): 644-?58656(A1)
[email protected](roll of arpa)
A. saha(m): 995-?82432(B4)
[email protected] (roll)

বলেছেন: F
anu= 016.....5//ANUniltag2#//(f)
NUM= 017...7//81024...1l...mun//(@)
toki zukarin M= 019...9//71024...1scb//off
NM= 015...8//4...1l..mun//(@)
RT= riki.tiki.11//((s))(@)


Bলগ
B1-4:NUM=//8...2l...mumas//411ladnomun//(@)
PP=//4...1L.....muN//lad no mun//(@)
AS, F/M=//2...1apra//3...1b...A//asorpa//anusaha//(@@)
rktavi.new@rikkitikki11//0ff 68;:**9 &rikkitikkitavi/;/rktavi(b)(@)

sb
NM= //n...u&1...102//la no muj in(b)(@)
RT= rktabi@2019//rikitiki(b)(@)

Laptop: 2017/ nu1(5)4
esheba: n...m2019(0029)
rabithole: n.....m@2019(0029)
rktabi.nil@tikitabi[g](@)
[email protected]// STOP213#NIL
....

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: হাসি পায়নি।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৯

অনুভব সাহা বলেছেন:

২| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩২

মাহমুদুর রহমান বলেছেন: প্রথম জোক্সটা মোটামুটি লাগলো।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০০

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

৩| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

হাবিব বলেছেন: হাসি আসলোনা।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০২

অনুভব সাহা বলেছেন:

তাই!

৪| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি ইহাই গাঁজা !!

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৩

অনুভব সাহা বলেছেন:

হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.