নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব ঘটনা মনে দাগকাটে টুকে রাখি। জানি, বেশীর ভাগ লেখাই অখাদ্য হয়; তারপরও লিখি, ভালোলাগে। তবে ইদানিং একটু সংকোচে থাকি, মনে হয়; কখন কি বলি, আর কার কোন অনুভূতিতে গিয়ে আঘাত লাগে!

অনুভব সাহা

যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।

অনুভব সাহা › বিস্তারিত পোস্টঃ

পছন্দের কিছু সাইট, প্রিয় লেখক ও প্রিয় লেখা

২৬ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৩

প্রতিদিন ব্রাউজিং করতে গিয়ে নানা সাইটের সাথে পরিচয় হয়। অন্তর্জালের হাজারো ওয়েবের ভীড়ে চোখে পড়ে হাতে গোনা কিছু সাইট। কিছু দিন সেসবে খুব লাফঝাপ করি। সময়ের সাথে সাথে অনেক সাইট গুরুত্ব হারায়, চেনা সাইটগুলোও অচেনা হয়ে ওঠে। তারপরও কিছু পেজ থাকে, সময়ের সাথে যেগুলোর গুরুত্ব এতটুকু্ও কমে না। বরং প্রিয় হয়ে ওঠে দিনকে দিন।
রমজান মাস। শুরু করি কিছু ইসলামিক সাইট দিয়ে
১. আল মদিনা.কম
এটি ইসলামিক ওয়েব পেজ। এখানে ধর্মীয় গ্রন্থ, হামদ-নাত, বয়ান, অ্যাপস সরাসরি ডাউনলোড করা যায়। আগ্রহীরা ঘুরে আসতে পারেন।
২. ইমাম পোর্টাল
এটি সরকারি সাইট। ইমামরা বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করে(ব্লগিং)। মাসলা-মাসায়েলের সুবিধা সেরকম উন্নত নয়। তবে ধীরে ধীরে এটা সমৃদ্ধ হচ্ছে। এখানে থেকে হাদিস শরীফ ডাউনলোড করা যাবে।
৩. মাসিক আলকাউসার
ধর্ম সংক্রান্ত জিজ্ঞাসা/মাসলা-মাসায়েলের জন্য একটা নির্ভযোগ্য সাইট। এর "প্রচলিত ভুল" সিরিজটা আমার খুব পছন্দ। সাইটের ভেতর গেলে অনেক অপশন পাওয়া যাবে।
ফতোয়া: খাওয়া-পোশাক - habibur.com
এটি ফতোয়া/মাসলা মাসায়েলের সাইট।

৪. গ্রন্থ.কম- একটি উন্মুক্ত গ্রন্থাগার
বই পড়ুয়াদের জন্য পছন্দের একটা সাইট। লেখকসূচী থেকে বিভিন্ন লেখকের বই পাওয়া যাবে। বেশ কিছু বই এর স্ক্যান কপি সরাসরি ডাউনলোডও করা যাবে। উল্লেখ্য, কপিরাইট জনিত কারণে নতুন/সমসাময়িক লেখকদের বই খুব একটা নেই। তবে রবীন্দ্র চরণাবলী পুরোটাই পাবেন। (সাইটটি ওপার বাংলার)
৫. e-Book ::. ই-বুক জগতে স্বাগতম
এই সাইটটি পেয়েছিলাম ডিপার্টমেন্টাল বই খুঁজতে গিয়ে। এটা সরকারি সাইট। এখান থেকে বিভিন্ন বোর্ড বই ডাউনলোড করা যাবে।
৬. শিক্ষক বাতায়ন
শিক্ষকদের নিয়ে তৈরী সরকারি সাইট। বর্তমান সদস্য ৩৬৯,৩৩৪ জন। এখানে ব্লগিং সুবিধাও আছে। কিন্তু সমস্যা হল স্যারদের লেখাগুলো তেমন বুঝি না। ক্লাসের লেকচারের মতই মাথার উপর দিয়ে যায়।
** বাংলাদেশ.gov.bd
এতক্ষণ সরকারি যে-কয়টা সাইট নিয়ে কথা বললাম সেগুলো এই সাইটের অংশ। এরকম হাজারো সাইট নিয়ে এই পোর্টাল তৈরী। বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ পোর্টাল।


এবার লিখবো ব্লগ ও ব্লগার নিয়ে। সব ব্লগ বা ব্লগারের লেখা আমি পড়িনি। তবে যে কয়েকটা পড়েছি তার মধ্যে থেকে পছন্দের ব্লগ মূলত তিনটি: | বিডিনিউজ24 | সামহোয়্যার ইন | শব্দনীড় |
পছন্দের ব্লগারঃ ভালোলাগার তালিকায় অনেকেই আছে। স্পেশালি জাহেদ-উর-রহমান
পছন্দের সিরিজঃ সালেক খোকনের "যুুদ্ধাহতের ভাষ্য" শিরোনামের সিরিজ
এবং মুক্তিযোদ্ধাদের টুকরো কিছু ঘটনা নিয়ে অারেকটি সিরিজ
....

*২০০ টি সর্বাধিক জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক তালিকা
♦ সংসদ বিষয়ক সাইট
✩✫✬✭

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২০

জাহিদ অনিক বলেছেন: ভালো পোষ্ট

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১২

অনুভব সাহা বলেছেন:

ধন্যবাদ

২| ২৬ শে মে, ২০১৯ রাত ৮:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো পোস্ট।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১২

অনুভব সাহা বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ অনেক গুলো সাইটের নাম জানলাম।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

অনুভব সাহা বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ২৭ শে মে, ২০১৯ রাত ১২:৩৬

বলেছেন: আপডেট দেন --

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

অনুভব সাহা বলেছেন: দিয়েছি

৫| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:১২

নীলপরি বলেছেন: ভালো লাগলো তথ্যগুলো ।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

অনুভব সাহা বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে মে, ২০১৯ সকাল ৮:০৫

ডঃ এম এ আলী বলেছেন: খুবই মুল্যবান পোষ্ট ।
প্রিয়তে গেল । পোষ্টের লিংক ধরে e-Book এ গিয়ে ঘন্টা দুয়েক বিচরণ করলাম ।
বাংলাদেশের প্রথম শ্রেনি হতে দশম শ্রেনি পর‌্যন্ত পাঠ্য বইয়ের সাথে পরিচিত
হলাম । পাঠ্য বইগুলির কিছু কিছু পাঠ করে দেখেছি , মনে হয় বইগুলিতে
বেশ কিছু পরিবর্তন , পরিমার্জন , বিয়োজন ও সংযোজনের প্রয়োজন আছে ।
এগুলি নিয়ে ব্লগে গঠনমুলক আলোচনা হলে মনে হয় ভাল হবে ।
পোষ্টে থাকা অন্যাান্য লিংকগুলিও খুবই উপকারী ।

শুভেচ্ছা রইল

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫

অনুভব সাহা বলেছেন: হ্যাঁ, ওটা অনেক কাজের সাইট

৭| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
আবারো অনেক ধন্যবাদ ।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫

অনুভব সাহা বলেছেন: শুকরিয়্

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫

অনুভব সাহা বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.