![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি দেশের ভালো চান, ভেদাভেদ ভুলে যান। মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র। চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়। সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার। দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।
টাইপিং স্পিড এমনিতেই কম।
আজ কয়েক দফা চেষ্টার পর একটা পোস্ট লিখলাম। "নতুন ব্লগ লিখুন" অপশন থেকে। মাঝখানে কারেন্ট চলে যাওয়ায় ওয়াইফাই বন্ধ হয়ে গেল। ভাবলাম লেখাটা একবারে শেষ করেই সেভ করবো। হঠ্যাৎ টাচলেগে লেখার দফারফা হয়ে গেল। বৃষ্টি হচ্ছে দেখে বাইরে গেলাম না। কষ্টমস্ট করে একটা পোস্ট রেডি করলাম, সেটাও হাওয়া। কেমন লাগে কন!
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
অনুভব সাহা বলেছেন: আমার ধৈর্য্য কম
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি প্রতি দুই তিন বাক্যের পর পরই সেভ করি।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২
অনুভব সাহা বলেছেন: কম্পিউটারের ওয়ার্ড ফাইল হলে এটা করা যায়। কিন্তু মোবাইলের নোটপ্যাডে এটা বড় ঝামেলার
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
জাহিদ হাসান বলেছেন: এমন আমারও অনেক হয়েছে।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩
অনুভব সাহা বলেছেন: মন্তব্য পড়ে বুঝলাম, অনেকেরই এমনটা হয়েছে
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই খারাপ।
এ অভিজ্ঞতা আমারও আছে।
তবে আগামীতে সাবধান থাকব্নে।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩
অনুভব সাহা বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ
৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬
আনমোনা বলেছেন: ঠেকে শিখলেন। ঘনঘন সেভ করে রাখবেন।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৩
অনুভব সাহা বলেছেন: সেটাই করতে হবে
৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১১
জুন বলেছেন: ওয়ার্ডে লিখবেন। আমি এর আগে সামুর পাতায় লিখে পাতা সুদ্ধ গায়েব হবার অভিজ্ঞতা লাভ করেছিন
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫
অনুভব সাহা বলেছেন: ভাবছি, মোবাইলে ওয়ার্ড অ্যাপ ইন্সটল করে নিবো। কষ্টের লেখা এভাবে গায়েব হলে কষ্ট লাগে
৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১২
মা.হাসান বলেছেন: জুনাপুর পরামর্শ কাজের । এছাড়া অনেকেই মোবাইলে জিবোর্ড ব্যবহার করছেন। ফোনে ভয়েস টু টেক্সট অ্যাপও আছে। এই লেখাটা পড়ে দেখতে পারেনঃ জিবোর্ড
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৭
অনুভব সাহা বলেছেন: ধন্যবাদ। সফটওয়্যারটা বিকেলে সেটআপ দিলাম কিন্তু ভয়েস অপশনটা কাজ করছে না। কি একটা আপডেট চাচ্ছে!
৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: আমার মনে হয় এরকম অভিজ্ঞতা প্রতিটা ব্লগারের আছে।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৭
অনুভব সাহা বলেছেন: আমারও মনে হয়
৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১২
কাওসার চৌধুরী বলেছেন:
খারাপ লাগলো। @ জুন আপু আর @ মা.হাসান ভাইয়ের পরামর্শ মতো সেইফট গার্ড ব্যবহার করলে লেখা ডিলেট হওয়ার চান্স কম।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৯
অনুভব সাহা বলেছেন: উনাদের টিপস কাজে লাগাবো। ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
ভুয়া মফিজ বলেছেন: দুঃখ কইরেন না.....রবার্ট ব্রুস হওয়ার চেষ্টা করেন!