নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার হোসেন সোহেল

আমি খুব সাধারণ। সব কিছুকেই সহজ ভাবে দেখতে পছন্দ করি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বই পড়া, গান শোনা ও ঘুরতে বেশি পছন্দ করি।

আনোয়ার হোসেন সোহেল › বিস্তারিত পোস্টঃ

অধিকার

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

জীবন টাকে বড্ড একপেশে মনে হয়



প্রকৃতির চাঁদ আজ অপরিচিত

কৃপনতা আলো দেওয়ায়।



এইতো সেদিনও;

আমার বন্ধ জানালার মোটা কাঁচ

আর মকমলের পর্দা ভেদ করে

অমাবস্যার রাতেও আলোক ময় হয়ে থাকতো

পুরো ঘর।

ইলেক্ট্রিক বাল্ব বা কৃত্রিম আলো

জ্বালানোর চিন্তা সুদুর অতীত।



জানালার কার্ণিশে ফুটে থাকা

থোকা থোকা শিউলী আজ গন্ধহীন।



এইতো সেদিনও;

সারা ঘরময় ছড়িয়ে থাকতো

শিউলীর মিষ্টি গন্ধ।

শুধু হেমন্তে নয়, ছয়টি ঋতুতেই।

কি থাকতো ওই ঘরে, জানিনা

জানার চেষ্টাও করিনি কখনও

তবে সেই শিউলীর ঘ্রাণে মুখ লুকাতে

ছুটে আসতাম প্রতিদিন, এক অস্থির উন্মাদনায়।



সারা বাড়ি আজ বিষাদময়

দেয়াল গুলো ডুকরে কাঁদে, বিরহে



এইতো সেদিনও;

আভিজাত্যহীন একটি বাড়ির

পরতে পরতে সুখের ছড়াছড়ি

অনেক ডেকেও যাকে আনতে পারিনি

তার পদচারণায় মুখর হয়েছিল

এই বিশাল দুঃখ প্রাসাদ।



সময়ের সাথে অধিকার হারিয়েছি

চাঁদের আলো দেখার

শিউলীর গন্ধ নেবার

বা সুখের সাথে সামান্য সময়ের বসবাসের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.