নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার হোসেন সোহেল

আমি খুব সাধারণ। সব কিছুকেই সহজ ভাবে দেখতে পছন্দ করি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বই পড়া, গান শোনা ও ঘুরতে বেশি পছন্দ করি।

আনোয়ার হোসেন সোহেল › বিস্তারিত পোস্টঃ

হারানো জোৎস্না

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

শরৎ কাল টা শেষ হয়ে গেল। প্রকৃতিতে হেমন্তের আগমন। শরৎ চলে গেলেও নীল আকাশে ছড়িয়ে গেছে সাদা মেঘের চাদর। কতদিন থাকবে জানিনা। প্রকৃতি এখন তোমার মতো তার রুপ বদলায়। নাকি তুমি প্রকৃতির মতো। মন বলে প্রকৃতিই তোমার মতো। অনেকদিন হলো শরৎ এর শ্বেত শুভ্র জোৎস্নায় কাশফুল দেখিনা। ক্যালেন্ডারের পাতা উল্টালে হয়তো অনেক গুলো দিন পেরিয়ে গেছে কিন্তু মনের কোঠায় এখনও সজিব হয়ে পদচারন করে সেই স্মৃতি গুলো। শরতের ভরা পূর্নিমায়, বহমান নদীর তীরে নৌকায় বসে পা দুটি জলের মাঝে ডুবিয়ে উচ্ছল কিশোরীর মতো হাতে জল তুলে পরিষ্কার করে দিতে চাইতে ওই চাদের গায়ে থাকা মেঘটুকুকে। জল টুকু আকাশে না গেলেও তোমার বার্তা হয়তো পৌছে যেত ওই দুর আকাশের কাছে। তাই ধীরে ধীরে চাদের উপর থেকে সরে যেত কালো মেঘ। সাদা মেঘের মাঝে থাকা একটুকরো চাদ তার সবটুকু আলো ছড়িয়ে দিতো সাদা কাশফুল আর নীলাভ নদীর মাঝে থাকা এই পার্থিব চাদের গায়ে। কি তার অক্লান্ত প্রচেষ্টা! দ্বিধান্বিত হয়ে যেতাম কোন চাদের সৌন্দর্য উপভোগ করবো সেই সিদ্ধান্ত নিতে গিয়ে। ......................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.