নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার হোসেন সোহেল

আমি খুব সাধারণ। সব কিছুকেই সহজ ভাবে দেখতে পছন্দ করি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বই পড়া, গান শোনা ও ঘুরতে বেশি পছন্দ করি।

আনোয়ার হোসেন সোহেল › বিস্তারিত পোস্টঃ

মমতাময়ী মা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

১.-

হ্যালো, মা। কেমন আছো?

-ভালো আছি। আব্বা তুমি কেমন আছো?

-হুম, আমি ও ভাল। খেয়েছো?

-এইতো মাত্রই খেলাম। দুপুরে সোহাগ বলল, খালা আসেনি। তো খেয়েছো কি?

-না খালা এসেছে। আর আমিও খাব। মা আমার তো মাংস দিয়ে পিঠা খেতে ইচ্ছে করছে।

-ও সোনা, আমি দিবো কার কাছে?

-আগামীকাল সকালে জাহিদ আসবে। সকাল সাতটায় ওর গাড়ি।

-আচ্ছা দেখা যাবে।



২.

-মনি ভাল আছো?

-হ্যা মা। কি অবস্থা?

-এইতো জাহিদের কাছে পিঠা দিয়ে এসেছি? অফিস থেকে তাড়াতাড়ি এসে পিঠা খাবে। কোন অবস্থাতেই যেন নষ্ট না হয়। সেই রাত দুইটার সময় ঘুম থেকে উঠে তোমর মামীর সাথে ধান ভানছি। তারপর চাউলের গুড়া করে পিঠা বানিয়েছি।

-(রাগান্বিত কন্ঠে)এত সকালে তোমাকে কে উঠতে বলেছে?? এত কিছু করার কোন দরকার ছিল>



এর পর মায়ের কন্ঠটা শুনেই আমার চোখের সামনে ভেসে উঠল, ছল ছল চোখে অসহায় এক ছবি। আমার মা। ভারী কন্ঠে তার সেউ কথা গুলো, "আমার ছেলে একটা জিনিস খেতে চাইলো আর আমার কষ্টের কথা। কি এমন কষ্ট। যদি এই পিঠা দিতে না পারতাম তাহলে যে কি কষ্ট হতো তাতো বুঝবেনা। এখন তোমরা একা আছো তাই এমন করি। যখন তোমরা বিয়ে করবে, আমাকে ভুলে যাবে, তখন আর এই পিঠা খাবার কথা হয়তো আমি শুনতেও পারবোনা। নিজের অজান্তেই দুফোটা পানি পড়েছিল চোখ থেকে।‌"



তারপর থেকে এ পর্যন্ত ০৮ বার আমার মা ফোন দিয়েছে। আমি পিঠা গুলো হাতে পেয়েছি কি না? কখন বাসায় যাবো? পিঠাগুলো ভাল থাকবে কিনা?



এই হচ্ছে মা। অথচ এই মাকে আমরা কষ্ট দিই।



ক্ষমা করো মা। এই নালায়েককে ক্ষমা করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.