| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলোমেলো শব্দের প্রতিধ্বনি
----মোঃ আনোয়ার হোসেন
ভুল কাজ সবাই ভুল করেই করে
আমি ব্যতিক্রম
ভুল আমার জন্য সহজাত
নিজের অজান্তেই সব স্বাভাবিকের মতো
সপ্তর্ষীর আলোয় খুজি তৃতীয় চাঁদের ছায়া।
রং তুলি নয়, হাতের স্পর্শেই
ফুটিয়ে তুলি অসাধারণ সব ছবি
বেড টেবিলের উপর থাকা ধুলো মলিন
পুরোনো ছবির ক্যানভাসে
নিজ দৃষ্টিতে, ধুলায় আঁকা শিল্প
ছাড়িযে যায় ভিঞ্চি বা পিকাসোকে।
নিবিড় সাধনায় একজন লেখকের হাতে
জন্ম একটি গল্প বা কবিতার
অথচ আমি অবলীলায় সাহিত্য
রচনা করি, সব বিখ্যাত সাহিত্য
যার প্রতিটি পরতে রহস্য
আর উপমার মনোমুগ্ধ ছড়াছড়ি
যোজন মাইল দুরে থাকা
নীলাভ শাড়ি পড়া ষোড়শী কিশোরীকে
আলিঙ্গন করি প্রেমিক পুরুষের মতো
স্পর্শে জাগিয়ে তুলি তার সকল ইন্দ্রিয়
আর মেতে উঠি আদিম খেলায়।
জীবন চলতে,
বাস্তবতা থেকে দুরে সরে
একে চলেছি নানা কাহিনী
নিস্তরঙ্গ এই সময়ের গায়ে কান পেতে
শুনি, এলোমেলো শব্দের প্রতিধ্বনি।
©somewhere in net ltd.