নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী পথিকের মন

উদাসী পথিকের মন › বিস্তারিত পোস্টঃ

সত্যিই তো জাকির নায়েক মুসলমানের ধোঁকা দিচ্ছেন !

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯

‘জাকির নায়েক ধোঁকা দিচ্ছেন’ !!..??
~~~~~~~~~~~~~~~~~~~~~
জাকির নায়েক মুসলামানদের ধোকা দিচ্ছেন দাবি করে পিস টিভিতে তার বক্তৃতা না শোনার পরামর্শ দিয়েছেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে শুক্রবার ঈদুল ফিতরের নামাজের আগে বয়ানে মাওলানা যুক্তিবাদী এই পরামর্শ দেন।
কে এই যুক্তিবাদী? বাংলাদেশের আলেম সমাজ যখন জালেম সরকারের নির্যাতনে বিধ্বস্থ তখন এই যুক্তিবাদীরা তাদের এসব কুযুক্তি নিয়ে কোথায় থাকেন? এসব দেওবন্দীরা কোথায় থাকেন যখন ভারতে মুসলমনাদের হৃদয় বাবরী মসজিদ ভাঙ্গা হয়? কোথায় থাকেন যখন শাপলা চত্বরে হাজার হাজার নীরীহ আরেমকে রাতের আধারে হত্যা করা হয়? তারা ইসলাম ও মুসলিমেদর রক্ষা করতে কী পদক্ষেপ নিচ্ছেন?
আমার মনে হয় এইটা চর্মনাইএর দালাল। সেই সাথে এইটা নাস্তিক আওয়ামী বাকশালীদের এজেন্ট।
জাকির নায়েক কোন ইসলামী প্রতিষ্ঠানে পড়েন নি তাতে কী হয়েছে? কোন ইসলামী প্রতিষ্ঠানে পড়লেই কী সঠিক মুসলিসম হতে পারে? ইসলামী প্রতিষ্ঠানে পড়লেই কী জীবন বাজী রেখে ইসলামের জন্য লড়তে পারে? পারেনা। এজন্যই আজ আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ আলেম নামধারীরা কেবল পার্থীব সার্থ হাসিল করতে গিয়ে মুসলিমদের প্রকৃত সার্থের ক্ষতি করছে।
জালেমের দোষর এসব আলেমদের আর পীড়দের আমাদের দরকার নেই। দরকার নেই তাদের এসব আজগুবি নসিহত শোনারও।
বিজ্ঞানী নিউটন বা আইনস্টাইন রা যেমন কোন বিদ্যালয়ে না পড়েও বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারের ক্ষেত্রে অসামান্য াবদান রেখেছেন। যেমন করে কবি নজরুল কিংবা রবীন্দ্রনাথ প্রথাগত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে না পড়েও দর্শনের ক্ষেত্রে বিপ্লব এনেছেন তেমনি জাকির নায়েক বা মওদুদীর মত ইসলামী দার্শনিকরাও কোন প্রথাগত ইসলামী প্রতিষ্ঠানে না পড়েও ইসলামী দর্শনে আজ বিশ্বে বিপ্লব এনেছেন। এসব বিপ্লবীরাই আজ ইসলামকে টিকিয়ে রাখতে মানুষকে জীবন বাজী রেখে সংগ্রামে অবতীর্ণ করেছে।
আর এসব ফালতু আলেম নামধারীরা জালেম সরকারের পক্ষে দালালী করে মুসলমানদের চরম ক্ষতি করে যাচ্ছে। চচর্মনাই কিংবা ছাড়ছিনার হুজুররা তো কেবল জনগণকে ধোকা দিয়ে বড় বড় খানকা আর নিজেদের পেটের চামড়াকে পুরু করতেই ব্যাস্ত। খোনে আজ মুলিমদের এক কাতারে শামিল হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করা উচিৎ, সেখানে আজ তারা মুসলমানদের বিভেদ বাড়াতেই কায়েমী সার্থবাদীদের দালালীতে নিমগ্ন।
ঝাটা মারি এইসব আলেম নামক জালেমদের মুখে ! আমরা এই জালেমদের চাইনা !! আমরা জাকির নায়েককেই চাই !!! (ফারাবী ভাইয়ের লেখা থেকে।)
~~~~~~~~~~~~~~~~~~~~~
জাকির নায়েক মুসলামানদের ধোকা দিচ্ছেন দাবি করে পিস টিভিতে তার বক্তৃতা না শোনার পরামর্শ দিয়েছেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে শুক্রবার ঈদুল ফিতরের নামাজের আগে বয়ানে মাওলানা যুক্তিবাদী এই পরামর্শ দেন।
কে এই যুক্তিবাদী? বাংলাদেশের আলেম সমাজ যখন জালেম সরকারের নির্যাতনে বিধ্বস্থ তখন এই যুক্তিবাদীরা তাদের এসব কুযুক্তি নিয়ে কোথায় থাকেন? এসব দেওবন্দীরা কোথায় থাকেন যখন ভারতে মুসলমনাদের হৃদয় বাবরী মসজিদ ভাঙ্গা হয়? কোথায় থাকেন যখন শাপলা চত্বরে হাজার হাজার নীরীহ আরেমকে রাতের আধারে হত্যা করা হয়? তারা ইসলাম ও মুসলিমেদর রক্ষা করতে কী পদক্ষেপ নিচ্ছেন?
আমার মনে হয় এইটা চর্মনাইএর দালাল। সেই সাথে এইটা নাস্তিক আওয়ামী বাকশালীদের এজেন্ট।
জাকির নায়েক কোন ইসলামী প্রতিষ্ঠানে পড়েন নি তাতে কী হয়েছে? কোন ইসলামী প্রতিষ্ঠানে পড়লেই কী সঠিক মুসলিসম হতে পারে? ইসলামী প্রতিষ্ঠানে পড়লেই কী জীবন বাজী রেখে ইসলামের জন্য লড়তে পারে? পারেনা। এজন্যই আজ আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ আলেম নামধারীরা কেবল পার্থীব সার্থ হাসিল করতে গিয়ে মুসলিমদের প্রকৃত সার্থের ক্ষতি করছে।
জালেমের দোষর এসব আলেমদের আর পীড়দের আমাদের দরকার নেই। দরকার নেই তাদের এসব আজগুবি নসিহত শোনারও।
বিজ্ঞানী নিউটন বা আইনস্টাইন রা যেমন কোন বিদ্যালয়ে না পড়েও বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারের ক্ষেত্রে অসামান্য াবদান রেখেছেন। যেমন করে কবি নজরুল কিংবা রবীন্দ্রনাথ প্রথাগত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে না পড়েও দর্শনের ক্ষেত্রে বিপ্লব এনেছেন তেমনি জাকির নায়েক বা মওদুদীর মত ইসলামী দার্শনিকরাও কোন প্রথাগত ইসলামী প্রতিষ্ঠানে না পড়েও ইসলামী দর্শনে আজ বিশ্বে বিপ্লব এনেছেন। এসব বিপ্লবীরাই আজ ইসলামকে টিকিয়ে রাখতে মানুষকে জীবন বাজী রেখে সংগ্রামে অবতীর্ণ করেছে।
আর এসব ফালতু আলেম নামধারীরা জালেম সরকারের পক্ষে দালালী করে মুসলমানদের চরম ক্ষতি করে যাচ্ছে। চচর্মনাই কিংবা ছাড়ছিনার হুজুররা তো কেবল জনগণকে ধোকা দিয়ে বড় বড় খানকা আর নিজেদের পেটের চামড়াকে পুরু করতেই ব্যাস্ত। খোনে আজ মুলিমদের এক কাতারে শামিল হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করা উচিৎ, সেখানে আজ তারা মুসলমানদের বিভেদ বাড়াতেই কায়েমী সার্থবাদীদের দালালীতে নিমগ্ন।
ঝাটা মারি এইসব আলেম নামক জালেমদের মুখে ! আমরা এই জালেমদের চাইনা !! আমরা জাকির নায়েককেই চাই !!! (ফারাবী ভাইয়ের লেখা থেকে।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.