নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের কথা বন্ধুকে বলি,দুহাতে আগুন তাড়,কারবালা হয়ে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ়

অরণ আকাশ

জীবন নামক চৌম্বকক্ষেত্রের টানে ফিরে আসতে হয় বারবার।সুদূরে হয়ত আনন্দনগর

অরণ আকাশ › বিস্তারিত পোস্টঃ

ম্যানিপ্লান্ট স্বপ্ন

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

রোদের রঙের বৃষ্টি ঝরে তোমার ওই নাকফুলে

আমি বারবার ফিরে চাই মনভুলে

সূর্য যেন সহস্র তারাকে আড়াল করে জ্বালাই আলো তোমার চারুগৃহে

উদ্ভাসিত হয় আমার হৃদয় মাঝে।



সহস্র বছরের আফ্রোদিতির নেশা তোমার চোখে

তোমার ফেলে যাওয়া ধুলোমাখা পথে

উড়ে বেড়াই আমারি মন,

চলে যায় তোমার ব্যালকনির ধারে

প্রহর ভুলে কাটে আমার সারাক্ষণ।



তোমার হাতের দুটি চুড়ির ঝংকারে

অরণ্যের আজ ঘুম ভাঙ্গে;

জুলিয়েট ব্যালকনির ধারে আছি আমি দাড়ায়ে

দুয়ার খুলে এসো তুমি

পৃথিবীর সবচেয়ে সুন্দর সোনাঝরা রোদ্দুর বৃষ্টি দেখি

তোমার নাকফুলে;

তোমার হাতটা কি দিবে আজ?

হাত বাড়িয়ে একটু ছুই

আমার মনটা শুধু তোমার ওই খোলা চুলে

উড়ে বেড়াক, ভালোবাসারা মেঘ হয়ে যাক।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পৃথিবীর সবচেয়ে সুন্দর সোনাঝরা রোদ্দুর বৃষ্টি দেখি
তোমার নাকফুলে -

অনেক রোমান্টিক :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

অরণ আকাশ বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পৃথিবীর সবচেয়ে সুন্দর সোনাঝরা রোদ্দুর বৃষ্টি দেখি
তোমার নাকফুলে!


সুন্দর।+

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

অরণ আকাশ বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

শব্দহীন জোছনা বলেছেন:


হুম বুঝতে পেরেছি আপনার মন বেশী উরু উরু হয়ে পরেছে...

তবে কবিতা জোশিলা...





++++++++





২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

অরণ আকাশ বলেছেন: ধন্যবাদ শব্দহীন জোছনা।
আপনার বোলগগুলাও সেরাম জোশিলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.