নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
কাগজের শতদল যত সুন্দর
কেবলি সে দৃষ্টির নন্দনতায়;
ফুলদানি চিরদিন তারে নিয়ে স্থির
নীরস গন্ধহীন সেও যে স্থবির-
হয়ে রয়, অনেক মানুষ আছে কাগজের প্রায়।
.
শতদল, তোমারে দেখেছি আমি
জীবন্ত কবিতার মত, বিধাতা'কলম থেকে নেমে-
কাগজের মত নয় " কচি ঘাসের বালিকারা নাচে যেন,
শুষ্ক মাঠের বুকে জেগে আছ শ্যামলের উদ্দমে,
তুমি সেই, তব চোখে পৃথিবীর চেতনারা বাঁচে।
.
সু-নয়না, দেখিয়াছি চোখ তব হাসে।
দেখিয়াছি হাসি তব ঝিনুক নদীর বুকে মুক্তার দানা
সুহাসিনী তোমার মুখের সেই হাসি উচ্ছাস
আজিকে আমার তাতে ভ্রান্তি বিলাস
সময়ের কারুকাজ তোমার সে হাসি, আগুন রাঙ্গানো আল্পনা
তুমি যেন বহুকাল পুরোনো সেই নব নিত্ব প্রভাত সবিতা,
আমি নয় মহাকাল কবি আজ, তুমিই একক কবিতা।
©somewhere in net ltd.