![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
বন্ধু তুমি জৈষ্ঠ্য শেষের আষাঢ় মেঘর জল
আছড়ে পড়ে নয়ন নদে বইছো কলকল,
তোমার পরান সুর হয়ে যাক আমার বানী পিয়ে
বানী আমার আষাঢ় মেঘের শেষ কদমের হিয়ে।
বন্ধু তুমি গিতালী তাই তোমায় বাধি সুর
বন্ধু আমি নিশি পদ্য তুমি আমার ভোর,
আমি দিমু ছন্দলো সই, তুই দিবি তার সুর
সুরছন্দে তোমায় আমায় বাঁধবে প্রেমের ডুর।
ভালোবাসার গান তুমি আর আমি কথার মালা
আজি একসাথে সই প্রেমের জলে একপথে পথ চলা,
নদের জলে প্রাণ তুমি জল মিষ্টি হরষণ
আমি ঝড়া ফুলের রেণূ বেধু আমার মনে মন।
নিঝুম জলে ঝুমোর তালে বৃষ্টি হলে সথি
আমার সকল পদ্য রেণু ভাসায়ে নিও তুমি,
তোমায় দেব আমার রেণু আমায় দিও জল
তোমার জলে পদ্য ফলে ভরবে আমার ভুমি।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। কিন্তু কিছু বানান যেমন মেঘর > মেঘের হবে মনে হয় তাই না?
শুভ কামনা রইল। 
আবার ছন্দালো > ছন্দা লো??
যদি ভুলে হয়ে থাকে, তাহলে ঠিক করে ফেলুন।