নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
এখন হাওয়ার রাত শেষ হয়ে গেছে, তবু কেনো
হায় চেতনার চিল- তুমি জাগোনি এখনো!
পরবাসী চিল তুমি তা'র ঠিকানা কি জানো?
বুঁনো হাঁস হয়তো জানিবে-
সুধায়ে হাঁসেরে তা'র খবর আনিবে;
হৃদয়ের তার দিযে তা'র তরে গাঁতিয়াছি শঙ্খমালা।
নিয়মের নিয়ামক আমাদের চোখে আজো গলির আঁধার
আজও নিয়ম আছে, আজও বনে হরিণেরা বাঘের শিকার-
তবু' কিছুটা বদরে গেছে নিয়মের পালা;
পরিবার তন্ত্রের কাছে মানুষেরা কুকুর বেড়াল।
তবুও সুদর্শনা, সুহাসিনী হয়ে ফিরে এলে যবে
সুরঞ্জনার মতো না যেও হারায়,
কমলা লেবুর ঘ্রাণ শ্যামলীর মুখ
যুবক বাহুতে আজও শক্তি জোগায়
বলে- তাহারা দুজন আজও দুজন কে ভালো না বেসে
ভালোবাসার'ই মতন হৃদয়ে হৃদয় কাছে এসে
দাঁড়ায়ে রয়েছে আজ- কিছুত হবেই অবশেষে।
স্বপ্নের ধনিরা আজ মিশে গেছে জীবনের সাথে
চৈতের রোদেলা সকালে আমাকে তুমি লয়ে-
তুমি-আমি দুইজনে হেঁটে ছিনু, ধানক্ষেত শ্যামলের পথে-
গিয়েছিনু 'স্বপ্নের ধনী' আর 'জীবনে ফুল' মিল হয়ে।
ধান কাটা হয়ে গেছে বোশেখের রোদে
এখন মাঠের বুকে হাওর জলধী-
আর শিরীষের ডালপালা হলোদ বিকেল
জীবনের মিতভাষণ আমাদের নারী আর নদী-
লয়ে গজায় কবিতা,
মানুষের জন্মের ইতিহাস প্রতিদিন লিখেদেয়
আকাশ সবিতা।
সুচেতনা হয়তো দূরেই গেছে চলে-
সুরঞ্জনার চলা কোন আকাশে শেষ হবে জানিনাতো,
সুহাসিনী এসে গেছে পৃথিবীরে রূপসী করিতে-
চৈতে তাহার সাথে দেখা হয়েছিলো প্রথমতো;
হয়তো আবার হবে অঘ্রান প্রান্তরে শিশিরের শীতে।
২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭
প্রথম বাংলা বলেছেন: আপনি বোকা তো, তাই আমার বোকা বোকা লেখা আপনার ভালো লাগছে। তবে আপনার শুভকামনা যে সফল হয় সেই আশায় রইলাম। প্রিয় "বোকামন"
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২
বোকামন বলেছেন:
স্বপ্নের ধনিরা আজ মিশে গেছে জীবনের সাথে
চৈতের রোদেলা সকালে আমাকে তুমি লয়ে-
বাহ্ ! খুব সুন্দর একটি কবিতা পাঠ করলাম। বেশ ভালো লাগলো ...।
কবিতায় চমৎকার একটি ছন্দ আছে।।
শুভকামনা :-)