নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
স্মৃতির মীনাগুলি পিরামিড হতে আছে
রোহিনী মেঘেরা সব বিরহের শেষ গুটি চেলে
মনের তেপান্তর ঘাস হীন ধুধু বালুচর করে দিলো, তাই-
শুকায়ে গিয়েছে প্রেম সনাতন উপত্যকায়।
তবু কেনো তার পিছে ঘুরে মন!!
সময়ের দায়িত্ব ভুলে অকারণ?
আজো ফুঁটে পৃথিবীতে কৃষ্ণচূড়ার প্রেমে লাল ঘন শ্যাম-
পুরোনো দেহটা আছে, তুমি যেনো নবনিতা আজ।
বিরহীর ভালোবাসা শিরিষের ঝরা পাত প্রেম।
২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪২
প্রথম বাংলা বলেছেন:
ধন্যবাদ ভালো লেগেছে জেনে।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন:
রোহিনী মেঘেরা সব বিরহের শেষ গুটি চেলে
মনের তেপান্তর ঘাস হীন ধুধু বালুচর করে দিলো, তাই-
শুকায়ে গিয়েছে প্রেম সনাতন উপত্যকায়।
সুন্দর! কবিতায় ভালো লাগা!