![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
সৃষ্টির সব মানে তোমাতে সিদ্ধ করে হয়েছো অর্থ হীন
তোমার অর্থ ফুরায়ে গেলে পরম সঙ্কোচন দেখা দেবে-
মহা কালে, এই মহা জগতের- তুমি সৃষ্টির ঋণ।
হায় ভালোবাসা তোমার অর্থ হলো
'তুমি ছাড়া' হয়ে গেলে পর - এ জগত হয়ে যাবে অন্তিমে লীন।
তুমি তাই সব মানে বুকে নিয়ে আজ- পরম অর্থ হীন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
প্রথম বাংলা বলেছেন: বন্ধু দিবসের ভালোবাসা রইলো সবার প্রতি।