নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

পেট প্রেমের অন্তরায়, বৃষ্টির শত্রু।

৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

পেট নামে খাদকের অবস্থান

এ দেহে না থাকতো যদি-

আমি মোর স্রষ্টার কাছে

নিবিড় বৃষ্টি চাইতাম,

"আকাশ ভাঙিয়া সব ঝরঝর

ঝরিয়া পড়োক নীরবধী"



খোদা মোর, নিবিড় বরিষ ঢেলে দাও,

বরিষনে পড়ে মনে তার স্মৃতি কথা।

হতো যদি পৃথিবীটা খাবার বিরত,

আর সে আমার পাশে যদি র'ত-

রিমঝিম ছাড়া সব পালিত নীরবত!!

আর ঝিনুক নদীর জলে ডুবো ডুবো নাও!!



আমাদের দুজনের শুভ্র ভেজা দেহের ঘেরাণ

বাতাসে ছড়ায়ে গিয়ে হয়ে যেতো নদীটার প্রাণ!!

যদি হতো ? হতো যদি তবে-

সুহাসীনি, জানো' আমি যেতাম নিরবে

ঐ নদীর শিয়রে জাগা মেঘের মিনারে

"পড়িও ঝরিয়ে তুমি প্রতিটি চাঁদের রাতে দেয়া-

যখন সে পাশে রবে, ভেসে রবে এ নদীর জলে

আমাদের প্রণয়ের খেয়া"

কানে কানে কহিতাম তারে।

এটা মোর প্রণয়ের দাবি ঐ মেঘের মিনারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.