নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

তুমি রুবাইয়াত

৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১



মাত্র এ চার লাইন কবিতার মাঝে

তোমারে যায়না বাঁধা মনিয়ারী পাখি!!

তবু চার বেলা এমনে চলিছে খেলা

কবিতা ভাসায় জলে তার দূটি আখিঁ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:২১

প্রথম বাংলা বলেছেন: পরিবেশ বন্ধু, ধন্যবাদ।

২| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:১৯

প্রথম বাংলা বলেছেন: যখন সময় জড়িেয়ে গেছে পাকে,
জীবন আমার জটিলতার কুন্ডলিতে পতিত।
আমার সকল সুখের বেলা যখন
স্রোতের মতো হারিয়ে হলো মহা কালে অতীত,

তখন আমি ভাবতে বসি রাত আকাশের মুন্ডুতে চাঁদ নিয়ে,
আমায় যারা হারিয়ে দিলো, হারিয়ে গেলো জীবন থেকে--
খেলার সাথী, চলার সাথী বালক বেলার প্রিয়ে,
চাঁদের আলো উপার হতে' শুনি--
তাদের সাথে আমার বেলার স্মৃতিরা সব ডাকে।

এক দিন আমি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখবো বলে
সারাটি রাত দাড়িঁয়ে ছিলাম অন্ধকারের তলে-
তখন পঞমি চাঁদ কখন গেছে ডুবে-
স্মৃতিরা মোর খেলছিলো দূর ফেলে আসা পুব আকাশের পাড়ে
২১ বছর সময় আমায় দেয়না যেতে দশের বাজারে।

সময আমার দেয়না পেছন যেতে, সেথা--
তবুও সময় আমার কাছে আনছে টেনে ছেলে বেলার কথা।

সকাল শিশির রোদ্র দুপুর ক্লান্তি বিকেল ধূলো
হারিয়ে যাওয়া ছেলে বেলার আমার স্মৃতি গুলো
আমায় ডাকে একটু ফাকে একলা হলে পরে-
একলা মনে ছেলে বেলার বন্ধু খেলা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.