নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আরো থাকে ঐখানে ধান ক্ষেতে রোদে পোড়া স্বপ্নের কালো কালো মুখ-
কুটিরে কুটিরে জাগে জাগতিক প্রেমিকার বিষণ্ণ চোখ-
জলে ভেজা। ভুলের প্রমান হয়ে পরিকল্পনা গুলো রোজ
হয়ে যায় শাদামন কৃষকের মনের অবুঝ।
©somewhere in net ltd.