নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

মেঘ বলাকা

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৫১

বল্লেম আমি, চলো বন্ধু ঐ গোধূলীর পিছে-

তোমার আমার বাঁধব বাসা, মেঘ আকাশের নিচে-

বল্লে তুমি, "সোনারোদের উঠোন আমার চাই-

উষায় চলো বন্ধু, দুজন বাসা বাঁধতে যাই।"

আমি বল্লাম দখীণ হাওয়ার দুয়ার খুলে দাও

বাতাসে প্রেম গন্ধ হয়ে ছড়িয়ে যাবে দূর

যেথায় আমার প্রেম আকাশে তোমায় রঙ্গীন ভোর।

কিন্তু তোমার গলায় ছিলো উত্তরেরই সুর!!!



মিল্লনা প্রেম সমীকরণ বিকাল কি'বা ভোরে

আজকে তুমি মেঘের কণা, আকাশ-বহু দূরে-

চৈত শরতের অনেক রূপের মেঘ বলাকা তুমি।

আমার কুদিন' বৃষ্টি বিহীন সবুজ পোড়া ভূমি-

আমার মনে বন্ধু তুমি সুখের কাঁটা হয়ে

চোখের বা'বে হারিয়ে, আছো অন্তরেতে বয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

প্রথম বাংলা বলেছেন: ভাঙা এক দুতলা খোলা করিডরে
দাঁড়ায়ে রয়েছি গায়ে দখীণ হা্ওয়ার ছুঁয়া নিতে।
ফুটে আছে সোনারোদ বৃষ্টির হলোদ সকাল-
পুকুর জলের মনে জেগেছে প্রণয় বুঝি বৃষ্টির ভেজা সঙ্গীতে।

২| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৫৫

প্রথম বাংলা বলেছেন: ভাঙা এক দুতলা খোলা করিডরে
দাঁড়ায়ে রয়েছি গায়ে দখীণ হা্ওয়ার ছুঁয়া নিতে।
ফুটে আছে সোনারোদ বৃষ্টির হলোদ সকাল-
পুকুর জলের মনে জেগেছে প্রণয় বুঝি বৃষ্টির ভেজা সঙ্গীতে।

বুঝিনা কে সোনা রোদ কে ঝরা বরিষ
কি প্রেমে মিলেছে আজ আলো আর জল
তোমার ঠিকানা পেলে হাওয়ার চিঠিতে
শুধাতাম ওরা কেনো আজ অবিকল-
তোমার মতন প্রায় রূপ নিয়ে জাগে
রোদ সকালের জাগা প্রেম অনুরাগে।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

প্রথম বাংলা বলেছেন: ভাঙা এক দুতলার খুলা করিডরে
দাঁড়ায়ে রয়েছি গায়ে দখীণ হা্ওয়ার ছুঁয়া নিতে।
ফুটে আছে সোনারোদ বৃষ্টির হলুদ সকাল-
পুকুর জলের মনে জেগেছে প্রণয় বুঝি বৃষ্টির ভেজা সঙ্গীতে।

বুঝিনা কে সোনা রোদ কে ঝরা বরিষ
কি প্রেমে মিলেছে আজ আলো আর জল।
তাহার ঠিকানা পেলে হাওয়ার চিঠিতে
শুধাতাম ওরা কেনো আজ অবিকল-
তাহার মতন প্রায় রূপ নিয়ে জাগে
রোদ্র-সকাল- ভেজা প্রেম অনুরাগে।

হঠাত বৃষ্টির ছাট ভিজায়ে দিয়েছে দেহ,
যেন সে হঠাত কিছু ভালো লাগা দিয়ে
সোনার রোদের মতো গিয়েছে গেছিলো হারিয়ে
তেমনি মেঘের ছুঁয়া হৃদয়ে দিয়েছে কিছু স্নেহ।

৪| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

প্রথম বাংলা বলেছেন: ভাঙা এক দুতলার খুলা করিডরে
দাঁড়ায়ে রয়েছি গায়ে দখীণ হা্ওয়ার ছুঁয়া নিতে।
ফুটে আছে সোনারোদ বৃষ্টির হলুদ সকাল-
পুকুর জলের মনে জেগেছে প্রণয় বুঝি বৃষ্টির ভেজা সঙ্গীতে।

বুঝিনা কে সোনা রোদ কে ঝরা বরিষ
কী প্রেমে মিলেছে আজ আলো আর জল।
তাহার ঠিকানা পেলে হাওয়ার চিঠিতে
শুধাতাম ওরা কেনো আজ অবিকল-
তাহার মতন প্রায় রূপ নিয়ে জাগে
রোদ্র-সকাল- ভেজা প্রেম অনুরাগে।

হঠাত বৃষ্টির ছাট ভিজায়ে দিয়েছে দেহ,
যেন সে হঠাত কিছু ভালো লাগা দিয়ে
সোনার রোদের মতো গিয়েছে গেছিলো হারিয়ে
তেমনি মেঘের ছুঁয়া হৃদয়ে দিয়েছে কিছু স্নেহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.