নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
ভাঙা এক দুতলার খুলা করিডরে
দাঁড়ায়ে রয়েছি গায়ে দখীণ হা্ওয়ার ছুঁয়া নিতে।
ফুটে আছে সোনারোদ বৃষ্টির হলুদ সকাল-
পুকুর জলের মনে জেগেছে প্রণয় বুঝি বৃষ্টির ভেজা সঙ্গীতে।
২| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
ভুলনা আমায় বলেছেন: ভালো লেগেছে আরু একটু হলে ....
৩| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
প্রথম বাংলা বলেছেন: পুরাটা ত মন্তব্যে আেছ পড়েনিন।
৪| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৩
প্রথম বাংলা বলেছেন:
মনে পড়ে প্রথম তোমার সাথে দেখা হয়েছিলো
কোন কৈশোর মেঘলা দূপুরে--
আমি নয় প্রথমে চুমিয়া ছিলো বন্ধু মনেহয়।
আমার হাতেতে এলে তার হাত ঘুরে।
ধুরু ধুরু বুকে আমি তেজিতে পারিনি
তব মায়াবী আকর্ষণ-
আমার ঠোঁটের ফাকে চুমে নিয়ে ছিনো-
শেষে তোমার জীবন।
৫| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৬
প্রথম বাংলা বলেছেন:
মনে পড়ে প্রথম তোমার সাথে দেখা হয়েছিলো
কোন কৈশোর মেঘলা দূপুরে--
আমি নয় প্রথমে চুমিয়া ছিলো বন্ধু মনেহয়।
আমার হাতেতে এলে তার হাত ঘুরে।
ধুরু ধুরু বুকে আমি তেজিতে পারিনি
তব মায়াবী আকর্ষণ-
আমার ঠোঁটের ফাকে চুমে নিয়ে ছিনো-
শেষে তোমার জীবন।
চারদিক মেঘ কালো, ঝরিছে বরিষণ
তোমাতে আমাতের ঘরে চলিছে হৃদন।
আহা সেই দিন থেকে আমি হয়েছি পতিত
বুঝিনি চুমিছো তুমি আমার জীবন।
বুঝিনাই কেমনে বাধিয়াছিনু ঘর-
৬| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫২
প্রথম বাংলা বলেছেন: শেষে মোর জীবনটা হয়ে গিয়েছিলো একে
তোমারই করুনা নির্ভর।
হঠাত বুঝেছি আমি, আমি নয়
তুমি মোরে
৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪৪
প্রথম বাংলা বলেছেন:
পিছে মোর আধ মরা সবুজ ঘাসের প্রেম ভূমি
যৌবন চেটে পুটে খেয়ে নিয়ে- একমাঠ রোদে পুড়া ছন-
আমারে করেছো দান, আমার কিশোরী প্রেমা তুমি।
৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৫৩
প্রথম বাংলা বলেছেন: অবশেষে তেজিলেম তোমার বিষের প্রেম
এক চাঁদ বছর যে প্রায়-
তবুও নিবিড় রাতে একলা চাদের সাধে যখন
নেশারা তোমায় পেতেচায়।
এখন যৌবনে মোর তোমার লাগিয়া কাাঁদে হিয়া
তুমি নিকোটিন প্রেম নিয়ে এসেছিলে সিগারেট প্রিয়া।
৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৪
প্রথম বাংলা বলেছেন: বলেছেন:
মনে পড়ে প্রথম তোমার সাথে দেখা হয়েছিলো
কোন কৈশোর মেঘলা দূপুরে--
আমি নয় প্রথমে চুমিয়া ছিলো বন্ধু মনেহয়।
আমার হাতেতে এলে তার হাত ঘুরে।
ধুরু ধুরু বুকে আমি তেজিতে পারিনি
তব মায়াবী আকর্ষণ-
আমার ঠোঁটের ফাকে চুমে নিয়ে ছিনো-
শেষে তোমার জীবন।
চারদিক মেঘ কালো, ঝরিছে বরিষণ
তোমাতে আমাতের ঘরে চলিছে হৃদন।
আহা সেই দিন থেকে আমি হয়েছি পতিত
বুঝিনি চুমিছো তুমি আমার জীবন।
বুঝিনাই কেমনে বাধিয়াছিনু ঘর-
শেষে মোর জীবনটা হয়ে গিয়েছিলো একে
তোমারই করুনা নির্ভর।
হঠাত বুঝেছি আমি, আমি নয়
তুমি মোরে করিছো লুন্টন,হায় মোর পরাজিত মন!!!
পিছে মোর আধ মরা সবুজ ঘাসের প্রেম ভূমি
যৌবন চেটে পুটে খেয়ে নিয়ে- একমাঠ রোদে পুড়া ছন-
আমারে করেছো দান, আমার কিশোরী প্রেমা তুমি।
অবশেষে তেজিলেম তোমার বিষের প্রেম
এক চাঁদ বছর যে প্রায়-
তবুও নিবিড় রাতে একলা চাদের সাধে যখন
নেশারা তোমায় পেতেচায়।
তবু জানি তেজিয়াছি বলে, নেশারা কাঁদোক যত পাড়ে
আমিও যাবোনা আর তোমার ও হবেনা ঠাই আমার দূয়ারে
শুধু দুই লাইন কবিতার শান্তনা আমার হৃদয়।
এখন যৌবনে মোর তোমার লাগিয়া কাাঁদে হিয়া
তুমি নিকোটিন প্রেম নিয়ে এসেছিলে সিগারেট প্রিয়া।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
প্রথম বাংলা বলেছেন: ভাঙা এক দুতলার খুলা করিডরে
দাঁড়ায়ে রয়েছি গায়ে দখীণ হা্ওয়ার ছুঁয়া নিতে।
ফুটে আছে সোনারোদ বৃষ্টির হলুদ সকাল-
পুকুর জলের মনে জেগেছে প্রণয় বুঝি বৃষ্টির ভেজা সঙ্গীতে।
বুঝিনা কে সোনা রোদ কে ঝরা বরিষ
কী প্রেমে মিলেছে আজ আলো আর জল।
তাহার ঠিকানা পেলে হাওয়ার চিঠিতে
শুধাতাম ওরা কেনো আজ অবিকল-
তাহার মতন প্রায় রূপ নিয়ে জাগে
রোদ্র-সকাল- ভেজা প্রেম অনুরাগে।
হঠাত বৃষ্টির ছাট ভিজায়ে দিয়েছে দেহ,
যেন সে হঠাত কিছু ভালো লাগা দিয়ে
সোনার রোদের মতো গিয়েছে গেছিলো হারিয়ে
তেমনি মেঘের ছুঁয়া হৃদয়ে দিয়েছে কিছু স্নেহ।