নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
গত বাজেটকে তিনি বলেছিলেন "অশোভনীয় আশাবাদ" বলেছিলেন।
তবে এবারের বাজেট বক্তৃতার শেষ অংশে অর্থমন্ত্রী বলেছেন, ‘অবশ্যি বলতে পারেন, আমাদের কার্যক্রম এবং অর্থায়ন পরিকল্পনা উচ্চাভিলাসী। কিন্তু প্রমাণ করেছি যে উচ্চাভিলাসী কার্যক্রম আমরা বাস্তবায়ন করতে পারি।’
আশির পরে নাকি মানুষ বাসীঁ হয়ে যায়, মানে "শেষ হয়ে পায় অবস্থায় থাকে"। কিন্তু আমাদের অর্থ মন্ত্রী বাঁসি কিনা জানিনা, তবে ওনার অতি তরতাজা সদালাম আমাদের হাল ভাঙ্গা মনে বিরাট বিনোদন দিয়ে থাকে, সে কথা বলায়ায় নির্দিধায় বলাযায়।
উনি আবার বাজেট প্রকাশ করিলেন। বিরাট বাজেট, বাংলাদেশের ইতিহাসের সব চাইতে বড় বাজেট, স্বপ্ন ত থাকবেই। ২.৫০ লক্ষকোটি টাকা বলে কথা।
উনি বলেছেন, "আমরা প্রমান করেছি আমরা উচ্চবিলাসী কার্যক্রম বাাস্তবায়ন করতে পারি"।
তবেত স্বপ্ন দেখাই যায়, সোনালি সেতুর বিদেশী ঋনের স্বপ্ন, এটি যেন এক সোনার ডিম। আর উনি হলেন সোনার ডিম পাড়া হাঁস। আসলে আমরা লোভী চাষীর মত একবারে হাসের ডিম না চাইয়া দেখিনা, উনি কিভাাবে আমাদের ডিমে বাচ্চায়ে ভরপুর করেদেয়!!!
তবে দেশের টাকার নোট গুলার যা অবস্থা তাতে কিছু নুতন টাকা ছাপা না হলে আর পারিনা। দুইটাকার ত মাশাল্লা যায় যায় দিন। এই ধরনের বাজেট আবার নতুন টাকা ছাাপানোর জন্য উপযুক্ত।
আমরা সেই আসাতেই থাকি। টাকাইত এখন সব টাকা না হইলে সব ফাাঁকা। কথা দিয়ে কী হবে? কত জনে কত কথা বলবে এটাইত নিয়ম।
যেমন আমাদের রেবের মহাপরিচালক মহুদয় এক বিড়াট রক্তপাত হীন অস্ত্র অভ্যুত্যানের পর সাতছড়ির বাাগানে দাড়িয়ে গলা বাড়িয়ে বল্লেন-- "দেখেছেন আবারও প্রামাণ হইলো এ দেশে রেবের প্রয়োজন আছে"।
কী প্রমান হইলো? রেব রক্তপাত ছাড়া অভিযান চালাইতে পারে নাকী এমন অভিযান রেব ছাড়া সম্ভবনা?। ই কথাটা প্রমানের জন্য এতবড় অভিযান?
পিছে রাজনীতির খুটি না থাকার কারনে বেশি গলা বাড়াইতে পারিনা, যদি কানে মলা খাই? গলা না বাড়িয়েও এই কথা বলাযায় যে,
আমাদের বিরাট উন্নতি হয়েছে, এবং হচ্ছে। এখন আর আমরা রক্তপাত করিনা, শান্তি পূর্ণভাবে মহাযুদ্ধের অস্ত্র উদ্ধার করতে পারবো, ইন্শা'আল্লাহ্।
উদ্ধারকৃত অস্ত্রগুলো মুহিত সাহেবের ডেবিটে লাগছে না ক্রেডিট এ লাগছে কে যানে। বাজেট নিয়ে দেখছি রেলের বিড়ালও মেলে ধরছে তার ঠোঁট।
আশার কথা এইযে, এবার আর মন্ত্রি সাহেব "অশোভনীয় আশাবাদ" কথা বলেননি।
এতে ই আমরা খুশি, যদিও মূল্যস্ফিতি আবার বৃদ্ধি পাবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:২৬
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে নিকৃস্টতম চরম মিথ্যেবাদ্যী অর্থমন্ত্রী