নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

সিগারেট প্রিয়া

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:১৬

মনে পড়ে প্রথম তোমার সাথে দেখা হয়েছিলো-

কোন কৈশোর মেঘলা দূপুরে,

আমি নয়' প্রথমে চুমিয়া ছিলো বন্ধু মনেহয়-

আমার হাতেতে এলে তার হাত ঘুরে।



ধুরু ধুরু বুকে আমি তেজিতে পারিনি

তব মায়াবী আকর্ষণ-

আমার ঠোঁটের ফাঁকে চুমে নিয়ে ছিনো-

শেষে তোমার জীবন।



চারদিক মেঘ কালো, ঝরিছে বরিষণ

তোমাতে আমাতের ঘরে চলিছে হৃদন।

আহা সেই দিন থেকে আমি হয়েছি পতিত।



বুঝিনি চুমিছো তুমি আমার জীবন,

বুঝিনাই কেমনে বাধিয়াছিনু ঘর-

শেষে মোর জীবনটা হয়ে গিয়েছিলো একে'

তোমারই করুনা নির্ভর।



হঠাত বুঝেছি আমি, আমি নয়-

তুমি মোরে করিছো লুন্টন, হায় মোর পরাজিত মন!!!

পিছে মোর চেয়ে দেখি আধ মরা সবুজ ঘাসের প্রেম ভূমি-

যৌবন চেটে পুটে খেয়ে নিয়ে- একমাঠ রোদে পুড়া ছন-

আমারে করেছো দান, আমার কিশোরী প্রেমা তুমি।



অবশেষে তেজিলেম তোমার বিষের প্রেম

এক চাঁদ বছর যে প্রায়-

তবুও নিবিড় রাতে একলা চাদের সাথে যখন

নেশারা তোমায় পেতেচায়।

ভাবি' তেজিয়াছি প্রেম তব, নেশারা কাঁদোক যত পাড়ে,

আমিও যাবোনা, আর তোমার ও হবেনা ঠাই আমার দূয়ারে



শুধু দুই লাইন কবিতার শান্তনা আমার হৃদয়,

এখন যৌবনে মোর তোমার লাগিয়া কাঁদে হিয়া

তুমি নিকোটিন প্রেম নিয়ে এসেছিলে সিগারেট প্রিয়া।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা অনেক ভালো লাগছে , যদিও সিগারেটকে না ।

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩

প্রথম বাংলা বলেছেন: হাহা-- হা : সিগারের আগে খাইতাম, এখন আর খাইনা। মাঝে মাঝে টানেতো, তাই। বুজেননা প্রথম জীবনের প্রেমিকা!!

২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩১

প্রথম বাংলা বলেছেন: হাহা-- হা : সিগারের আগে খাইতাম, এখন আর খাইনা। মাঝে মাঝে টানেতো, তাই। বুজেননা প্রথম জীবনের প্রেমিকা!!

৩| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আহা !!! আহা !!! পুরোই অস্থির এক কোবতে হয়েছে। সিগারেটের নেশায় পেয়ে বসেছে। যাই একটা সিগারেট চুমে আসি... B-)

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫২

প্রথম বাংলা বলেছেন:

পারলে বিরহ আনেন, মন্দ হবেনা।
এ প্রেম বড় বিষাক্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.