নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

সুহাসিনী ৯৯(আদম 'কদম', 'হাওয়া'রা বর্ষা বেলা)

১৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৩

ঐ শুনাযায় বরষার গান বাজিছে কানের কাছে

কৃষ্ণচুড়ার হৃদয়ে প্রেমের রক্ত ঝড়িছে যেনো

কদমের ডালে বরষার দান- ভালোবাসা ফুটে আছে

মহিমা সৃষ্টি ঝড়িছে বৃষ্টি মেঘ হৃদয়ের রেণু।



আমাদের ও মনে- পৃথিবীর সব মানবের মনে আজ

মনে ও নয়নে স্মৃতির চয়নে তোমদের কারুকাজ-

সুহাসিনী; আকিছে চিত্র পট,

শাদা কালো লাল মেঘের মত রূপে

কখনো প্রেমের সমতান রূপে কখনু সে উদ্ভট-

কখনু চপল কখনো নিঘুম চুপে,

ঝরিছে নিবিড় যেন সে তোমারই মত-

আমাদেরই প্রেমে পালন করিছে তোমাদেই যেন ব্রত।

তোমদেরই মত প্রেম- অপ্রেমের খেলিতেছে ঝিলিমিলি

খেলিছে বরষা শিরিষের ডালে বাতাসের জলকেলি।

আজ প্রকৃতি হৃদয় যেমন করিয়া মেলিছে আপন ডালা

আজিকে তেমনি আমরা কদম তোমরা বরষা-বেলা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২৫

প্রথম বাংলা বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.