নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
সেই কবেকার কথা,
তখনও সৃষ্টির মাঝে আসেনি পূর্ণ তা
নি:সঙ্গ পাথরের চাপে পিষ্ট হইতেছিলো
প্রথম মানবের প্রাণ-
অবশেষে মহাকাল রচনা করিল তার
শিল্পের নিঘুর প্রমাণ।
গড়িলো ’রমনী হাওয়া’ সুন্দরের সমান।
হাওয়া তার ঘ্রাণে দিলো ভরে
ইডেনের আকাশ বাতাস।
তখন অক্সিজেনের মত আমাদের আদি পিতা
নিয়েছিলো বুক ভরে প্রনয়ের শ্বাস।
তার পর কত নারী পৃথিবীতে এলো
এরা সব পৃথিবীর মাতা।
পৃথিবীর সব পিতা অসহায় হয়ে থাকে ইহাদের ছাড়া।
অসহায় অনাগত পৃথিবীর পিতা।
আহা কাঁটা ফুল ঘ্রাণফুল
লাল নীল হলুদ বেগুনী সব মেয়ে।
প্রথম পাতার মতো বসন্ত বুকে নিয়ে
জেগে উঠে, ঘ্রাণ ভরা চোখে থাকে চেয়ে।
একদিন ঐ সব মেয়ে গুলো
পৃথিবীরে রূপ দেয় সুখ দেয়-
গন্ধে জাগিয়ে দেয় পুরুষের প্রাণ,
পুরুষেরা চিরকাল ইহাদের ঘ্রাণে এলোমেলো-
হয়ে গিয়ে, ফেসে গিয়ে সময়ের প্রণয়ের জালে-
আবার জেগেছে সব মনিয়ারী সুহাসিনী পাখিদের কালে।
©somewhere in net ltd.