নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
ওরা সমাজের কালো ওদের ছুইতে নাই
ওরা পাপ পাপিত হৃদয়, ওরা ঘৃণিতা
ওড়া পোড়া মুখি এরা অধ:পাত এরা ক্ষয়।
পুড়া কলঙ্ক মেখেছে গতরে তাই এরা পতিতা।
তবু কেন প্রেমহীন এ সমাজ রাতে
পোড়া দেহ নিয়ে ভালোবাসায় মাতে?
পুড়ে গেছে দেহ যার পুড়ে গেছে মন
পোড়া দেহে প্রেম দেয় ভোরের মতন
কী করে সে পতিতা রমনী?
শুধুকি সে? কেনো?
নারীরা পাপিতা হয় আমরা সফেদ
এর সব দায়ভার সব তার যেনো।
সমাজের কিছুকি দায়’ নেই সেখানে?
অথবা পুরুষ “পতিত” তারি কিবা মানে?
যেখানে একটি নারী পতিতা, সেথায়-
একটি পুরুষ আছে নাখুজেও পাই,
তবু খালি রমনীরা পুড়ে
পুরুষ ‘সমাজপতি’ প্রতিদিন ভোরে।
এবার খুজিতে হবে কে পাঠালো তারে
পতিতা করিয়া ঐ সমাজ আধারে,
সেওত ময়ের কোলে আলো হয়ে এসে
কিসের চাপিত দায়ে গিয়েছেসে ভেসে?
অসহায় পেট যার যৌবনের দুয়ারে এসে রোজ
ক্ষিদে ভরা চোখে করে জীবনের খুজ,
সেখানে ধর্ম পাপ সমাজের বাধা লাজ ভয়
সব কিছু মিছে মনেহয়।
এর পর শুরু হয় জীবন আধারে পথ চলা,
দেহ প্রেম বেচে দিয়ে রাতের বাজারে
কিনে চাল কিনে ডাল বাজারী রসের কথা মালা।
যারা ঐ তারে কয় বাজারি রসের কতা রোজ
তারা কি নিযেছে কভো তার দুটি জলভরা নয়নের খুজ।
কি করে হয়েছে তার আগামির স্বপ্ন কবর?
ক্ষুদার অতীত তার কেমন বিষের বেলা ছিলো
তারা কেউ নিয়ে ছিলো তার সে খবর?।
যদি আমি তুমি ওরা কেউ কথা কয়যারা
নেই নাই খুজ কভো, তবে দায়ী করা।
কারা বল পতিতা বানায়?
পতিতা হয়েছে যে তার পাপে তার বল কতটুকু দায়?
রাতের সুখের বেলা পতিতা গলার মালা
দিনের কলঙ্ক তারা নটি,
কী তবে পুরুষ যারা রাতের চরিত্র হারা
দিনে যারা সমাজের খুটি?
২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫২
প্রথম বাংলা বলেছেন: পড়েছেন বলে ধন্যবাদ। আপনি মনেহয় আমার ব্লগে নতোন। আপনাকে স্বাগতম।
২| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:২০
গাধা গরু বলেছেন: পতিতা পুনর্বাসন জরুরী ।
৩| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৪
আহসানের ব্লগ বলেছেন: :-)
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬
আহসানের ব্লগ বলেছেন: তাদেরকেই খুটি ভাবা হয়