নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার নতুন বউইয়াযেদিস্থান” ।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

এক দূর্দান্ত প্রতাপশা‍লি রাজা সারা পৃথিবী শাসন করে। তার প্রতাপে গোবরেপুকা থেকে হাতি, পিপড়ে থেকে মানুষ সবাই কম্পমান। তা একদিন কী হলো, সেই রাজা সুন্দরী এক গোবরে পোকা "নাম যার যায়োদর্শনা" তাকে বিয়ে করে ঘরে নিয়ে এলো। কিন্তু সেই দিন থেকে সে রাজার আরম্ব হলো দূর্দিন।



হায় ঘরে তার প্রতাপ কমতে আম্ব করলো। পৃথিবীর সব বীরপুরুষই নাকি এখানে অসহায়। না হলে হাড়িপাতিল থেকে রাতের বিছানায় বালিশ পর্যন্ত হাতিয়ার হয়ে যায়। কী আর করা রাজা এখন রানীর পদলেহী। গোবরেপোকা প্রসাদে চলে এলো, তার কি আর হুশ আছে। কথায় আছে কম পানির মাছ বেশি পানিতে পড়লে নাকি -----। বনের সকল পুকা সকল প্রজাপতি সবাইকে এবার একহাত--- যাক---

আমাদের এই সুন্দর পৃথিবীর স্বঘুষিত রাজা হলো আমেরিকা। আমরাও মেনে নিয়েছি, কি আর করা , নামেনে উপায়ও নেই। কারন সবারই জানা, দা খন্তি কুড়াল সবই তাদের হাতে, অন্যদের হাতে ক্যবল "দুয়ার বেন্দা"(মানে- যে বাঁশ দিয়ে ভাঙ্গা দরজার খিল দেয়া হয়। দুই অথবা আড়াই হাত লম্বা)।

সেই আমেরিকার প্রতাপ সকল যায়গায় বুকটান করা বীরের মত, ইসরাইলের কাছে হ্যাটমাথা। সেখানে নাপুংষক। কারণ ইসরাইল হলো সম্রাজ্যবাদি আমেরিকার অবিবাহিত বউ। পয়জনিং এর নিকৃষ্টতম উপাদান সম্বলিত ইসরাইলকে বসিয়ে দেয়া হলো ফিলিস্তিনের ঘাড়ের উপর। এখানে এই মরুভূমিতে কেন? কত সবুজ শ্যামল উর্বর ভূমিওত তখন পৃথিবীতে ছিলো। এখানে- কারণ এখান থেকে মধ্য প্রাচ্য নিয়ন্ত্র করা যাবে নিজের ইচ্ছামত। সাগর পথে ইসরাইল আসাযায় একান্ত নিরাপদে। কাজেও দিলো বেস।

পূর্বদিকে রয়েছে আরেক শশুরালয় ’দক্ষীণ কুরিয়া’। এবার পূর্ব-উত্তর মধ্য এশিয়ার নিয়ন্ত্রন দরকার।

আবার বিয়ের প্রস্থুতি নিচ্ছে আমেরিকা নামক সম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। আবিষ্কার করেছে যাযাবর ইয়াজেদি সম্প্রদায়কে। তবে এরা সেই কুক্ষাত এজিদের বংশধর নয়। এদের ইয়াজেদি বলাহয়য় কারণ, এরা ৭ জন দেবদূতের পুজা করে, আর দেবদূতদের ফার্সিভাষায় বলাহয় “ইয়াজেদ”। এদের উপাষনার ধরণ অনেকটা বেপ্টিষ্ট খিষ্টানদের মতো। এরা সংখায় ৫০ হাজারেরমত। বাস্-- আমেরিকা পেয়ে গেলো নতুন বিষবৃক্ষ। রূপন করা হবে ইরাকের উত্তর-পুর্বাঞ্চলে। ইরান এবার কেথায় যাবে। তুমি ইসরাইল ধ্বংশ করবে? এবার তোমার বাড়ির সামনেই নতুন বসতি হবে নাম হবে ইয়াযেদিন্থান। আমেরিকার নতুন বউ। ইরাকের উপর দিয়ে যাবে অস্ত্রের চালান, প্রতিবছর এরা পাবে ২ বিলিয় ডলার আর্থিক সহায়তা। এদের নতুন সরকার ফুলে ফেপে উঠবে। কদিন মধ্যপ্রাচ্য হালুম হুলোম করবে তার পর কেবল মার খাবার পালা। লেজেগুরুরে ’উবামা’ যাবে সেখানে সফরে। তার পর বলবে “ইয়াজেদিস্থানের নিরাপত্যার জন্য তাদের খেপনাস্থ প্রতিরক্ষা বেবস্থা দরকার”। আড়ালে গড়ে উঠবে আমেরিকার এক সর্বাত্বক সেনাক্যাম্প। ইয়াজেদিদের পাহাড় থেকে নামিয়ে এনে সমতলে প্রতিস্থাপনের জোড় প্রস্তুতি আরম্ব হয়ে গেছে। প্রস্থুত থাকুন, বিয়ে ত খেতে হবে। হজম ও করতে হবে কিন্তু।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

প্রথম বাংলা বলেছেন: সেখানে নাকি সুন্নিরা গণহত্যা চালাতে পারে, সেই আসংকায় আগেই সুন্নি অধোসিত এলাকায় বিমান হামলা চাালিয়েছে পেন্টাগন। ইয়াযেদিদের পুনর্বাসন করানাকি পেন্টাগনের দায়িত্ব। কিন্তু ফিলিস্তিনের গন হত্যা হলো ইসরাইলের আত্নরক্ষার অধিকার। সেখানেও একি যুক্তি। হামাস ইসরাইলের জন্য হুমকি হতে পারে ভবিষ্যতে। তাই এখনি আক্রমন করা বাঞ্চনীয়।

বাঘ আর হরিনের কিচ্চার মত । হরিণ গেছে নদির কাছে পানি খাবে, বাঘ বলছে এই তুই আমার ছেলেকে আসার পথে লাথি দিয়ে আসলিকেন, আমি তোর ঘাড় মটকাবো।
সেকি- আপনার সন্তানরাতো খালের উপারে, আমিতো খালের এপার, আমি কিভাবে--?
তাহেলে তুই যাবার পথে যদি পাড়া দিস?
আমিত যাবনা ওপার।
তাাহলে তুই শিকার করতে যখন এপাড় আসিস তখন নিশ্চয় পাড়া দিবি। নিপাত্তার সার্থে তুকে এখনি হত্যা করা দরকার।
ওমা আমিত শিকার করিনা, খাস খাাই।
ফের মিত্যা বলচিস দাড়া এখনি তোর ঘাড় মটকাবো- হালুমমম।

উদ্যেশ্য হরিন খাওয়া। উসিলাত একটা চাই। না থাকলে বানিয়ে নিতে হবে।

২| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

নিয়ামুল ইসলাম বলেছেন: কিন্তু আমাদের দেশের কেউ কেউ ওই ইসরাইল আর আমেরিকার কুকুরখামারে তৈরি আইসিস নামক কুকুরদের মুজাহিদ বলে কয়ে অজ্ঞান।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

প্রথম বাংলা বলেছেন: আইসিস কি? একটু বুঝিয়ে বলেন।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৫

প্রথম বাংলা বলেছেন: আই এস বলতে চেয়েছেন মনেহয়। আই এসত আমেরিকাার টারগেট, ইয়াজেদি নয়। আমেরিকা বলছে আইএস থেকে ইয়াজেদিদের বাচাতে নাকি তারা ইরাকে আবার সামরিক অভিযান চালিয়েছে। ইয়াজেদিন আর এইএস একনয়। আপনি মনেহয় একটু তত্বঘাটতিতে রয়েছেন।

৩| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯

নিয়ামুল ইসলাম বলেছেন: আইসিস কি জানেন না তাহলে এই পোস্ট কিভাবে দিলেন??? আমেরিকা কোন অজুহাতে বিমান হামলা শুরু করলো ইরাক সরকারকে সাহাজ্যের আবেদন করতে বাধ্য করতে তা না জানলে পোস্ট কিভাবে দিলেন তা বুঝলাম না। তারপরও সংক্ষেপে বলি আইসিস হচ্ছে নব্য জঙ্গি সংগঠন বা আমেরিকা ইসরাইলের তত্বাবধানে, আরব অবৈধ বাদশাদের অর্থায়নে তৈরি নব্য বাল কায়েদা।

৪| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

নিয়ামুল ইসলাম বলেছেন: আইসিস কি জানেন না তাহলে এই পোস্ট কিভাবে দিলেন??? আমেরিকা কোন অজুহাতে বিমান হামলা শুরু করলো ইরাক সরকারকে সাহাজ্যের আবেদন করতে বাধ্য করতে তা না জানলে পোস্ট কিভাবে দিলেন তা বুঝলাম না। তারপরও সংক্ষেপে বলি আইসিস হচ্ছে নব্য জঙ্গি সংগঠন বা আমেরিকা ইসরাইলের তত্বাবধানে, আরব অবৈধ বাদশাদের অর্থায়নে তৈরি নব্য বাল কায়েদা।

৫| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২

নিয়ামুল ইসলাম বলেছেন: আইসিস কি জানেন না তাহলে এই পোস্ট কিভাবে দিলেন??? আমেরিকা কোন অজুহাতে বিমান হামলা শুরু করলো ইরাক সরকারকে সাহাজ্যের আবেদন করতে বাধ্য করতে তা না জানলে পোস্ট কিভাবে দিলেন তা বুঝলাম না। তারপরও সংক্ষেপে বলি আইসিস হচ্ছে নব্য জঙ্গি সংগঠন বা আমেরিকা ইসরাইলের তত্বাবধানে, আরব অবৈধ বাদশাদের অর্থায়নে তৈরি নব্য বাল কায়েদা।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮

প্রথম বাংলা বলেছেন: ও আইএসআইএস, বুঝছি। এটা এখন আইএস, আমে ইসলামিক স্টেট। মিডেল ইস্ট এর রাজনীতি অনেক জটিল, বিভিন্ন রনাঙ্গনে এক একটি সংগঠনের বিভিন্ন পরিচয়। ইরাকে যারা সৌদির শত্রু সিরিয়ায় তারা সৌদির বন্ধু। এক যায়গায় আমেরিকা আই এসকে অর্থ অর্থ এবং আস্ত্র সহায়তা দিয়ে আসছে সিরিয়ার বিরোদেধ যুদ্ধ কার জন্য। আবার সেই আই এসকেই ইরাকে জঙ্গি আক্ষা দিয়ে ইয়াজেদিদের সাামনে আনা হচ্ছে। আপনার কথা ঠিক।

৬| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭

লেখোয়াড় বলেছেন:
নতুন বউ না বলে বলেন নতুন শালী।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯

প্রথম বাংলা বলেছেন: মন্দ বলেন নি।

৭| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নিষ্‌কর্মা বলেছেন: আল্লাহ দুইটি শয়তান সৃষ্টি করেছেন। একটি শয়তান নিজে, অন্যটি আমেরিকা।

এইটা হুমায়ুন আহমদের সম্রাট নামের উপন্যাসের একটা ডায়লগ। উপন্যাসটি না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন।

৮| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

প্রথম বাংলা বলেছেন: আমার এক ছাত্রী ৪টা জামা বানিয়েছে, পাখি জামা। খুব খুশি, আমি তারে জিগাইলাম-
পাখি নাটক দেখ?
আল্লা !!--- দেখিত স্যার। হি হি
ভাল লাগে?
জী স্যার-- অনেক ভালো লাগে। (চরম এক্সাইটেড, একবোরে উৎফুল্ল হয়ে যাচ্ছে, এবং একজন নয় আমার দুই ছাত্রী এক সাথে উত্তর দিচ্ছে।)
স্যার জানেন স্যার, পাখি যে ভালো আর কী সুন্দর,
অরন্যের মামিটা খারাপ, আমার ভাল্রাগেনা।
এইযা, আরম্ব হয়ে গেলো, আমাকে বাদ দিয়ে এখন তারা পাখি নিয়ে বেস্ত। একেবারে যাতা অবস্থা দেখি।
এই চুপ চুপ, পাখি নাটক শেষ।

একবার পাখি সম্পর্কে একটা খারাপ কমেন্ট করছিলাম। বেশিনা পাখি কে কাজের মেয়ে কলেছিলাম, তাতেই আমার -- যাাক সবটা বল্লামনা। ব্লগে আমার একটা ইজ্জত আছেত তাই। কেবল এইটুকুই বলি- বাড়ির প্রমিলা দর্শকদিগের উৎপাতে আমার টিভি ঘর পরিত্যেক করতে হইলো তৎখনাত।

বাপরে, পাখি রে পাখি। তবে পাখি আমার বন্ধু নাঈমের ঈদের বাজারে আশির্বাদ হয়ে দেখা দিলো। বন্ধুর আমার কাাপড়ের দুকান। এক পাখি জামাই নাকি বিক্রী হইছে ২৫০ পিচ। যাহ্ --।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.