নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
ঐ শুনাযায় বরষার গান বাজিছে কানের কাছে
কৃষ্ণচুড়ার হৃদয়ে প্রেমের রক্ত ঝড়িছে যেনো
কদমের ডালে বরষার দান- ভালোবাসা ফুটে আছে
মহিমা সৃষ্টি ঝড়িছে বৃষ্টি মেঘ হৃদয়ের রেণু।
আমাদের ও মনে- পৃথিবীর সব মানবের মনে আজ
মনে ও নয়নে স্মৃতির চয়নে তোমদের কারুকাজ-
সুহাসিনী; আকিছে চিত্র পট।
শাদা কালো লাল মেঘের মতন রূপে
কখনো প্রেমের সমতানে আর কখনু সে উদ্ভট
কখনু চপল কখনো নিঘুম চুপে।
ঝরিছে নিবিড় যেন সে তোমারই মত-
আমাদেরই প্রেমে পালন করিছে তোমাদেই যেন ব্রত।
তোমদেরই মত প্রেম-অপ্রেমের খেলিতেছে ঝিলিমিলি
খেলিছে বরষা শিরিষের ডালে বাতাসের জলকেলি।
প্রকৃতি হৃদয় যেমন করিয়া মেলিছে আপন ডালা
আজিকে তেমনি আমরা কদম তোমরা বরষা-বেলা।
©somewhere in net ltd.