নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

আবার তোমায় দেখবো বলে, তোমার কথা যাইনি ভুলে।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫

প্রথমবারের দেখা শেষবার হয়েগেলো,
বেদনা হতোনা মনে,
যদি সে কাঁটার মতো কিছু তার ফেলেনা যেতো
অতিশয় নির্জনে।

পাথর কুচির মতো সে কাঁটা পাথর
পাতা ডাল লতা কাঁটা মেলিয়া, হৃদয়-
গড়েছে বিষের বাস বাসরের ঘর
স্মরণে এমন নীল বেদনারময়।

তবুও আশা একদিন হয়তো আবার
পৃথিবী যে গোল তার প্রমাণ রাখিতে
কোন খানে দেখা হবে তোমার আমার
দেখবো ধানের ক্ষেতে তোমার আঁখিতে।

হয়তো তখন রবে বসন্তকাল
পৃথিবীর ধান ক্ষেত সবুজে মাঝে
তোমার আমার দেহে নিথর বিকাল
চোখের দৃষ্টি গিয়ে ঠেকেরবে সাঁজে।

হয়তো তখন পাবো নতুন বেদনা
হয়তো তখন পাবে তুমিও কিছুটা
তবো সে দিনের তরে মোর দিন গুনা
স্বপ্ন ধরিয়া আছে বেদনার বুটা।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.