![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তোমায় দেখবোনা আর
এই কথাটি হয়নি বলা,
হয়নি বলা মনে রেখো, মনে রেখো।
দুজন মিলে একলা পথে
নির্জনেতে যখন চলা
হয়ে ছিলো সোনার বিকেলে।
তখন কি আর ভেবে ছিলেম
আজকে দেখার পড়ে ,
আজকে দেখার পড়ে তোমায়
প্রথম দেখাই শেষ দেখাতে পূর্ণ বিরহে।
আজ পুর্ণ বিরহের স্মরনি
মনের নিরা নির বরনী
তুমি আমার চীরকালের বসত অন্তরে।
যেথায় এমন হারিয়ে গিলে
অন্তরে মোর গগন দিয়ে
নীল বরনে দিল্ উজালা
বেধেছি ঘর সুনীল প্রান্তরে।
অন্তরে মোর বাতাস বহে গভীর বিশ্বাসে
আবার তুমি ধানের শিশির মাখিয়ে নিতে গায়
নতুন কোন বাযনা নিয়ে ধান সবুজেরপাশে
আসবে আবার, বসবে পাশে গভীর মমতায়।
©somewhere in net ltd.