নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

বিরহ এলোমেলো।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

এক যে ছিলো
একটি আকাশ, তাহার প্রকাশ
বিশাল ছিলো, মাথার পরে ছাতার মত
বাদল হতো অবিরত,
ছিলো তাহার রূপ যে কতো!!
সাতটি রঙের মিশাল ছিলো,
বিন্যাস তার শত শত।

একদিন তার আঙ্গিনাতে
সোনারঙের সাতপ্রভাতে
রূপ কথার এক সবুজ প্রজাপতি,
উড়লে পাখায় সুরের মায়া
বাতাসে তার রূপের ছায়া
প্রেমের মত হাসলো সে সুমতি।

সেই অপরূপ ছোঁয়ায় পড়ি
রং জ্বলে তার আকাশ বাড়ি
শ্যামল ক্ষুধায় বিমলহলো তখন।
নিপুন তাহার প্রেম কারুকাজ
আকাশ হেরে অনন্ত লাজ
প্রেমের জলে গুলিয়ে দিয়ে মন।

অনেক আশার রঙিন শাড়ি
আচল করে সাজ বাহারী
ভালোবাসার আজলা পেতে কত,
অনেকগুলি উদয়াস্ত
অনেকগুলি চাঁদোয়া রাত
অনেকগুলি বসন্তদিন
শিশির ভেজা অনেক প্রভাত
উঠোন পেতে আকাশ মিছে বসেই ছিলো শত!!!

হঠাত করেই দূর শ্যামলে সবুজ প্রজাপতি
হারিয়ে গেলো যেখানে তার নিরিড় নিয়তি
আকাশ তখন সব হারিয়ে বিবর্ণ বিরহী।

সময়গুলো এলোমেলো,
প্রজাপতি হারিয়ে গেলো
আকাশ আবার নিজের মনে নিবিড় হতে গিয়ে,
দেখতে পেলো এই সেরেছে
নিজের তাহার রং পুড়েছে
স্বপ্ন অনেক প্রজাপতি সংগে গেছে নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.