নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

মেঘ বালিকা

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩

আকাশ বাড়ি
============
বন্ধু যদি আমার মনে ছোঁয়াও তোমার হাত
হৃদয় আমার আলোর ফুলে ফুলে-
থাকবে ভরে সকাল দুপুর এবং সারা রাত,
আঁধার যদি আসে তবে আসুক তোমার চুলে।

তোমায় দেবো হৃদয় আকাশ
আকাশ জোরা বাড়ি
উঠান ভরে নাচবে তুমি
মেঘ বালিকা নারী।

আকাশের ঐ পশ্চিমে তোর ঘুমের শীতল পাটি
পাতবো বলে বিকেল হলে সূর্য়্য ডুবে যায়।
একটি নদী বইয়ে দেবো পুবের আকাশ জোরে
যেনো সকাল তোমার মুখটি দেখে নদীটির আয়নায়।

সূর্য সাড়শ সকাল হাওয়া সোনালি রোদ্দোর
ঘুম ভাঙ্গানির পদ্য পাঠের আসর পেতে নিয়ে
তোমায় জাগায়, আমার নাকে গৌর ঘ্রাণের ঘোর
তোমার দেহ আমার কাছে প্রকৃতি আজ প্রিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

এম. আরাফাত মাহমুদ বলেছেন: অসাধারণ লিখেছেন।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৬

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.