| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম বাংলা
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
নদী তোমার বয়স কতো হলো?
একশো? নাকি হাজার বছর ধরে--
বইছো তোমি এই এই পৃথিবীর পরে?
তবুও নদী লাগছে তোমার বয়স কেবল ষোল।
তাইকি নদী তোমার জলে কৈশোরেই ঘ্রাণ?
নদী তুমি ষোলআনা এখলো অম্লান!
জান কি নদী তোমার পাশে আরেক জলের ধারা
ষোড়শী ঢেউ, জীবন নামের নদীতে কলকল,
নিত্য তুলে অলক খুলে কালো জলের মতো
তোমার মত প্রবাহিত, তুমিই অবিকল।
কুশিয়ারা তোমার পাড়ে অন্য আরেক নদী
চঞ্চলাময় বইছে দেখ, তোমার নীরবধি--
চলার পথটি যত বিশাল সুদূর প্রবাহিত
ঐ নদীটির স্বপ্নের ঢেউ সেই খানে উন্নিত।
©somewhere in net ltd.