নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

লেখাটার কোন শিরোনাম পাচ্ছিনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট, এ আর এমনকি? কোন ব্যপারইনা, চার হাজার কোটি টাকাই কোন ব্যপার না আর সারে সাত পার্সেন্ট!! হাহাহ মানুষতো বেকুব। ছাত্র গুলাও, আর শিক্ষকদের তো কোন জ্ঞানইনাই। মন্ত্রী বলেছেন, অবশ্যই সত্য করাই হবে মনে হয় কারন ইনি তো মাল মুহিত, ওনার মাথায় মাল আছে তাই কথা বলে আমাদের মুহিত করে রাখেন।

রাজাদের চলতে হবে রাজার হালতে তাই একটু রাজস্ব বৃদ্ধি কী এমন দোষের? খামাখা চেচামেচি। ইনিতো বাজেটের সময়ই বলে দিয়েছেন “ যে অশোভনীয় স্বপ্ন পুরনের বাজেট” । এখন সেটা বাস্তবায়নের সময় এত কথা কেনো।

কে যেন বলেছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা টুকাইদের পোশাক পড়ে ? নাম মনে নাই, তবে ফারুক খানের কথা মনে আছে, উনি বলেছিলেন যে বাজারে যেনো কম যাই, তাইলেই জিনিসের দাম বাড়বেনা। কী আজব, তারপরও আমরা বাজারে যাই, কেনো?

বিড়ি খেতে খেতে কেউ কেউ কলেজ ছাত্রীদের তার সাথে প্রেম করতে উৎসাহ দেয আমাদের এক মন্ত্রী মহুদয়। সাথে কলেজের প্রেন্সিপালদের গরু বলে সম্বোধন ও করেন। আচ্ছা গরুরা কি পড়াবে বলেন। এদের কোন জ্ঞান আছে? জ্ঞান তো থাকে গুরুদের । জানিনা উনি গুরু বলতে গিয়ে ভুল করে গরু বলেছেন কিনা। অসামাজিক কথা বলে যারা তারা হলেন সমাজ কল্যান মন্ত্রী। মজার দেশ মজার মানুষ, হাহা হাহাহাহ ।
একজন বলেছেন আমি হিন্দুও না মুসলমানও না, কিন্তু উনি কি তা বলেনি।

ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আবেদন করলে গাড়ির আগের নাম্বার সাথে থাকবেনা, এই কথাটি বলেছেন স্বয়ং সুরঞ্জিত সেন গুপ্ত। আচ্ছা উনি সেন, না গুপ্ত কোন রাজ বংশের?
স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের দায়ীত্ব যে পায় সেই কেমন যেনো মহা জাগতিক কথা বলে, আমাদের সাবেক এক মন্ত্রি বলেছিলেন, রানা প্লাজা ধসার আগে নাকী জামাত তার কলাপ্সিবল গেটে ধরে ধাক্কা ধাক্কি করেছিলো। এটাকি জ্ঞানের অভাব নাকি বেশি বুদ্ধির কারণ। বুকামি নাকি পাগলামী। অর্থমন্ত্রি জানে মনেহয়।
এই রানাকে নিয়ে স্বয়ং প্রধান মন্ত্রিও কেমন যেন কথা বল্লেন। বললেন রানা নাকি আওয়ামিলীগের কেউনা। সি এন এন এর সাংবাদিক নাকি আমাদেরকে মিথ্যাবাদি বলে গেলেন। দু:খ দু:খ... . . .
আর কে যেন কইছিলো যে “বেডরোম পাহারা দেয়া সরকারের কাজ না।” আজব দেশ সাগর রুনিকে ভুলে যেতে আমাদের ‍ইস্যুর অভাব হলোনা। এত ইস্যুর মাঝে কতজনইতো হারিয়ে যায়।

সব রাজাকার রাজাকার না সব মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না। ইহাও কে যেন বলেছিলো। কেউ কেউ বদনাম নিয়াও ডাবল কেদারার মালিক।

এ সব কেউ দেখেনা। দেখে কেবল ছাত্রলিগ যদি একটু দুষ্টোমি করে। আরে বাবা স্যাররা সারাজীবন আমগোরে পিডাইসে, আমরা একটু ধাক্কা দিলাম মাত্র।

আরেক আজব কে চোখের সামনে প্রশ্ন ধইরা যদি বলে স্যার প্রশ্ন তো আউট হয়ে গেছে। তাও সে কয় এই সব মিডিয়ার বাড়াবাড়ি। কই আপনি দেখানতো একটা প্রশ্ন।

রাজস্ব রাড়ানি নাকি এক ধরনের খুঁচা, অর্থ মন্ত্রী এবার শিক্ষাঙ্গনে খুচা দিলেন রাজস্ব বাড়ানোর জন্য। কিন্তু ব্যাংকের টাকা হাজার কোটি হারে মাইরা খাচ্ছে সেখানে কিছু করছেনা।

আমাদের সাবেক সরাষ্ট্র মন্ত্রী বলতেন, বার ঘন্টা, চব্বিশ ঘন্টা ইত্যাদি সময়ের ভিতর আসামিদের ধরা হবে। কিন্তু ঘন্টা আর শেষে হতোনা।








মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

আমিই মিসির আলী বলেছেন: বিনোদন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.