![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
আমরা কেবলি দেখি ইলেক্ট্রনের খেলা মেলা,
যে খানে তা নেই সেথা নিঝুম আধাঁর।
সহসা সহসা সেথা আলো খেলা করে।
মাঝে মাঝে লোকায় সে,
সুহাসিনী হাসেনা যেমন করে ঠিক
তবুও আমার মতো বেকুব তারারা জাগে
ভয়ানক আকাশের পাড়ে নির্ভিক।
কখনো আলোর খেলা মহাকালে প্রাণ হয়ে জাগে
বাকি আর সব কিছু অন্ধকার।
কক্ষনো সে আলো পায় পৃথিবীর মত এক গ্রহ
আদমের সাধ হয় জন্ম নেবার-
সেই খানে বেদনা সমেত,
নয়নে আলোর ধারা ঠিক, চয়নে হৃদয় ভরা বেদনার বীজে
নিজেরে পোড়ায়ে দিতে কী আগুন চাষ করি আমরা নিজে--
আমাদের কাছে মোরা মানুষ হয়েছি নামে নিজে,
অন্য প্রাণীর কাছে এই আমরাই হই পৃথিবীর প্রেত।
©somewhere in net ltd.