নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

অনন্ত পন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

চলেযায় বাংলার চৌদ্দশ বাইশ সাল, আট ফাল্গুন,
গুনে দেখো চলে গেছে কতগুলো সাল, তবু
হৃদয়ের কেনভাসে টকটকে লাল আজও শহীদের খুন-
আমাদের। চলে যায় আট ফাল্গুন।

কয়েকটি নাম, জানে সবাই--
আমাদের মায়েদের নারীছেড়া ধন এরা চিলো
মায়ের ভাষার লাগি তাই এরা দিয়েছিলো প্রাণ,
অনেক কথার মালা রক্তে পরান পেয়ে গেলো
কবিরা প্রসব করে লাল নীল বেদনার গান।

(বাংলার ললনা মোরা, মোরা নদীর মতন বয়ে চলি
ভালোবাসি বাংলার মাটি, বাংলাপ্রেমের কথা বলি)
নারীরা সমস্বরে গায়- ।

(বাংলার তারুন্য আমি, রক্তে বহিবে মোর চিরকাল-
অদম্য চেতনার ১৯৫২ সাল।)
পুরুষ পাজরে তার দামামা বাজায়।

যে নামেই ডাকো আমাদের,
হৃদয়ের গভীরেতে আমরা সালাম,
রফিক, সফিক, জব্বার বারাকাত নাম
আধাটা শতক ধরে করছি ধারণ-
এই বাংলার লাগি মোরা বাজি দিতে রাজি আছি প্রাণ-
এ আমার অনন্ত পন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.