![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তার চোখে সকলই নতুন
কারণ সে নবিনা এখন।
নবিনা আমায় কথা বলে শুধু চোখে
চোখে তার বাঁধা পড়ে হাজার শতক ধরে
ঘুরে ফেরা বেদুইন মন।
“চারদিকে জীবনের সমুদ্র সফেন”
একথার মাঝখানে কী কথা লুকানো?
এই বুঝি এ যুগের বনলতাসেন?
বোঝা যায় তার চোখে যখন তাকানো-
হয়, কিছুটা সময়।
নবিনা- তুমি শুধু ভেলা,
আর সব ফেনাময় ফেনাময়।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯
ধ্রুবক আলো বলেছেন: লেখার চেষ্টা ভালো ছিলো,
কিছু টাইপো আছে ঠিক করে নিন, ধন্যবাদ।