নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

তোমারেই ভালোবাসি

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭

একদিন দেখা হবে হয়তো আবার
হৃদয়ের চোখ দিয়ে তোমার আমার;
হয়তো সেদিন আমি সাহসের ডানা মেলে
তোমার আকাশে হবো প্রণয়ের পাখি,
হয়তো সেদিন আমি ভালোবাসি বলে দেবো
তোমার আঁখিতে চোখ রাখি।

হয়তো এমন দিন সূর্য ঘড়ির মহাকালে
তোমার মুখের মায়া দিয়ে
তোমার চোখের ভাষা দিয়ে
সাজানো রয়েছে প্রেমের ইন্দ্রজালে।

হয়তোবা নেই আর সেদিনের আশা
হয়তো না বলা রবে
হৃদয়ের গভীর ভালোবাসা।
”তোমারেই ভালোবাসি” এ কথা বেদনা হয়ে
হৃদয়ের মাঝখানে চীরদিন রয়ে যাবে মোর,
বাসতাম ভালো; শুধু এই কথা মনে করে-
ব্যথাভরা-শান্তীময় হোক প্রতিদিন ভোর।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার আশা পূরণ হোক এই কামনা করি........।ভালো থাকবেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯

প্রথম বাংলা বলেছেন: আপনার কামনা পূরণ হোক এই কামনা করি

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো,

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯

অতঃপর হৃদয় বলেছেন: আরো ভালো হতে পারত।

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

প্রথম বাংলা বলেছেন: ভাই, আর ভালো দরকার নাই, এমনিতিই হৃদয়ের গন্ডি পাড়হয়ে ব্যথা এখন চেতনার সাথে মিশেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.