| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম বাংলা
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
যখন কবিতা জন্ম হয়
কবির হৃদয়ে নয়-
প্রসবের ব্যথা চলে মগজের শিরায় শিরায়।
হৃদয়ের মাঝখানে ব্যথানয় জাগে শূণ্যতা
এই হলো মোটামুটি কবিতার জন্মের কথা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫
ধ্রুবক আলো বলেছেন: এমন হয় তা আমার জ্ঞানে বলে না। এটা ঠিক কবিতা সহজ বিষয় নয়