![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
করিমন, লও মোরা আজ একটু খানি হাসি
গত বছর কামেই গেছে, ভালোবাসাবাসি-
হয়নি কিছু, এবার হবে এমন ছিলো আশা’
অকাল বাদল পাহাড়ের ঢল ভাংলো ভরসা।
হাসলেনাকি মন ভালো হয় বলেছেন গুনিন
বলবেকি কেউ কেমনে যাবে বর্গা ক্ষেতের ঋণ?
জলের তলে স্বপ্ন গলে বিষ হয়েছে করিমন
সেই বিষেতে আশার মাছও মরছে হাজার মনেকে মন।
পাগলার বন, শনির হাওর সব গিয়েছে তলে
অশনি কোন সংকেতে মাছ ভাসছে মরে জলে,
অভাব কেবল চারদিকেতে কোথাও নেইকো কাজ
তবুও মোরা দূর্গত নয় বলছেন “ মহারাজ”।
ফুটো আমার ঘরের চালায় মটকাতে নাই চাল
ভাবনাকরি সামনে সালে কেমনে খাবো ভাত
জীবন খানা কঠিন’ ইহা জানাইছিলো তবু
এত কঠিন হইতে পারে ভাবিনাই যে কভু।
ফি বছরই স্বপ্ন ভেঙ্গে দিতেই আছে মহাকাল
সেই সাথে ঘর কতই ভাংছে, নিভছে ভেলা-আশা
ভাটির দেশে এবার কিন্তু আকাল হবে, আকাল।
বেছে থাকার তবুও শেষ রসদ ভালোবাসা-
নিভিয়ে কি লাভ যেটুক আছে চলনা মোরা বাসি
চল করিমন বাঁচার জন্যেএকটু খানি হাসি।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন, আবেগ মিশ্রিত। +