![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
তিন আজব খুঁটির কারিগর
==================
জীবনের আরশ পাতায়,
তিনখানি খুঁটির মাথায়-
এক খানা ভাংলেখুটি
এজীবন টিক থাকেনা।
কে জানি খেলার ছলে মনের ঘরে
করছে নিতি আনাগোনা।
এক খুঁটির নামটি সাহস
বুদ্ধির এক বিশেষ রস
বিশ্বাসের খুটির সাথে
ইহার প্রেমের লেনাদেনা।
এ রসে সরস হলে
মনে কোন ভয থাকেনা,
না হলে ভাবের আরশ
ভেঙ্গে পড়ে ঠিক থাকেনা!!
তিন আজব খুঁটির কারিগর-
কে জানি খেলার ছলে মনের ঘরে
করছে নিতি আনাগোনা।
গুপণ এক খুঁটি আছে
ওদুটি খুঁটির পাছে
কোনপাশে পোতা সেযে
নাই জানাতার নাম ঠিকানা
সে খুঁটির জোরে মনে
স্বপ্ন করে আনা গোনা।
এক খানা ভাংলে খুঁটি
এজীবন আর ঠিক থাকেনা-
জীবনের আরশ পাতায়,
তিনখানি খুঁটির মাথায়-
এক খানা ভাংলেখুঁটি
এজীবন টিক থাকেনা।
তিন আজব খুঁটির কারিগর
কে তুমি খেলার ছলে মনের ঘরে
করছো নিতি আনাগোনা।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা অনেক বড় একটা গান হতে পারে
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: এই রকম কবিতা লেখা মানে সময়ের অপচয় করা।