![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
এখানেতো কেটেগেলো অনেক সময়-
হয়তো বেচেই রবো আরো কিছু দিন না মরে।
তার পর এক দিন চলে গেলে- ছেড়ে এ বসুধা ,
যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম,
কেমনে ভাবিব আমি এই খানে শতেক বছর,
বেঁচে থেকে একশত কোটিবার নিয়েছিনু দম!!
ছিলো ঝিনুকের মত গোল নদীটার তীরে মোর ঘর!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।