![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
একদিন তুমি ভালোবেসে ছিলে
দুপায়ে জড়ানো সবুজ ঘাস
এখন তোমারে দিগন্ত রেখা টানেে,
একদিন তুমি আবেগে হেঁটেছো
আমার শিশির মাড়িয়ে;
এখন তোমার আলতা চরণ হাঁটছে দূরের পানে।
একদা আমার শরীরের ঘ্রাণ তোমারে ব্যকূল করে
চপল নয়ন, আভরাঙা গাল’ আবেশে দিত যে ভরে।
এখন তোমার ব্যকূল কর্ণে অন্য গানের সুর-
হয়তো হৃদয় বাঁধা পড়েগেছে বহুদূর বহুদূর।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন ।