![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
অনেক বেশি ইচ্ছে আমার তোমায় ভুলার
ভাবছি ‘ভালো’ আর না যেনো তোমায় 'বাসি'
ভুলের ঝরনার ছিলে বন্ধু ভাবনাতে মোর-
তুমি সত্য রূপে “পাগল নদী” সর্বনাশী।
বল্লে তুমি, আমি নাকি তোমার মনে
ব্যর্থ ছিলাম ফুল ফোটানোর মোহন ক্ষণে
ফুল ফোটানোর খেলায় তুমি ভীষণ পটু
চাইনি আমি, তবুও তুমি ফুল ফোটালে
যখন আমার ইচ্ছে হলো বাসতে ভালো
কুল ভেঙ্গে ফুল তুমিই আবার ভাসিয়ে দিলে।
এখন আমার বিষন্নতার সাগর জলে
বসত হলো, স্থবিরতার অতল তলে-
তাইতো এখন তলিয়ে যাবার ভাবনা আমার
করছি যে তাই ইচ্ছে অনেক তোময় ভুলার।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:২০
তৌফিক বলেছেন: ভাল হয়েছে। ভুলে যান, তবে পারবেন না মনে হয়। ভাল থাকবেন।